সর্তকামূলক ব্যবস্থা হিসাবে বন্দে ভারত এক্সপ্রেসকে ভালুকা রোড স্টেশনে আটকে দেওয়া হয়েছে বলে খবর রেল সূত্রে। —ফাইল চিত্র।
সিগন্যাল না পাওয়ায় ৪০ মিনিট আটকে রইল হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার মালদহের ভালুকা রোড স্টেশনে দীর্ঘ ক্ষণ আটকে থাকে ওই এক্সপ্রেস ট্রেনটি।
রেলের কাটীহার ডিভিশন সূত্রে খবর, আপ লাইনে একটি প্যাসেঞ্জার ট্রেনের একটি বগির চাকা জ্যাম হয়ে যায়। আগুনের ঝলকানি দেখা যায়। রেল লাইনের কর্মীরা তা দেখে সঙ্গে সঙ্গে খবর পাঠান ভালুকা রোড স্টেশনের ম্যানেজারের কাছে। তাই সর্তকামূলক ব্যবস্থা হিসাবে বন্দে ভারত এক্সপ্রেসকে ভালুকা রোড স্টেশনে আটকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রেল পরিষেবা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ সফরে আসার জন্য সরাইঘাট এক্সপ্রেসে উঠেছিলেন। সেই সফরে মাঝেমধ্যেই ঝাঁকুনি খেতে হয় বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘বেশ ভয় লাগছিল।’’ তার পর এই ঘটনা ঘটল। যদিও এ নিয়ে রেলকর্তারা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।