দুই ছাত্রের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ধরা পড়ার পর টনক নড়ল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেল চত্বর এবং লাগোয়া এলাকার জঙ্গল সাফ করতে আসরে নামলেন কর্তৃপক্ষ।
শুক্রবার এবং শনিবার রামকৃষ্ণ হস্টেল, বিবেকানন্দ হস্টেল এবং বিদ্যাসাগর হস্টেলের আশেপাশের ঝোপজঙ্গল সাফ করা হয়। মশা মারার তেলও স্প্রে করা হয়েছে বলে ছাত্রদের অনেকে জানিয়েছেন। নিকাশি পরিষ্কার করে ছড়ানো হয় ব্লিচিং পাউডার। ছাত্রীদের হস্টেলগুলিতেও এ দিন মশা মারার তেল স্প্রে করা হয়েছে।
সম্প্রতি জ্বরে আক্রান্ত রামকৃষ্ণ হস্টেলের দুই ছাত্রকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সম্পূর্ণ সুস্থ না হলেও পরীক্ষার জন্য তাঁরা হাসপাতাল থেকে হস্টেলে ফিরে যান। বৃহস্পতিবার হাসপাতাল থেকে রিপোর্ট দেওয়া হয় ওই দুই ছাত্রেরই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালেই ওই দুই ছাত্র হস্টেল কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে মালদহে বাড়ি চলে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তাঁদের পরিবারের সঙ্গে শনিবারও যোগাযোগ করা হয়েছে। জানা গিয়েছে দুজনেই ভাল আছেন।
ওই দুই ছাত্রের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছে জানার পরেই কর্তৃপক্ষের তরফে মাটিগাড়া ব্লক স্বাস্থ্য দফতরে খবর দেওয়া হয়। সেখান থেকে বাকি ছাত্রদের রক্ত পরীক্ষার জন্য টিম পাঠানো হয়। তিন দিন ধরে তাঁরা প্রায় ১৫০ জনের ছাত্রের রক্ত পরীক্ষা করেছেন র্যাপিড কিটের সাহায্যে। তবে কারও শরীরে ম্যালেরিয়ার জীবাণু মেলেনি। তাতে কিছুটা হাঁফ ছেড়েছেন কর্তৃপক্ষ। মেয়েদের হস্টেলগুলিতেও আবাসিকদের রক্ত পরীক্ষার কথা জানানো হয়েছিল। তবে এখনও তাঁদের রক্ত পরীক্ষা করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসার কমল ঘোষ জানান, হস্টেল চত্বরে থাকা জঙ্গল এবং বাইরে থাকা ঝোপঝাড় সাফ করে দেওয়া হচ্ছে। নিকাশিগুলিও নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। যাতে জল জমে না থাকে। পরিষ্কার করার পর সেখানে ব্লিচিং পাউডারও ছড়ানো হচ্ছে।