পরিবেশ বাঁচাতে মাছের চারা

জলাভূমির জীবজগৎকে বাঁচাতে এগিয়ে আসলো জলপাইগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন জলাভুমি সংরক্ষণ কমিটি। শুক্রবার মহালয়ার দিন সকালে জলপাইগুড়ির রাজবাড়ির দিঘিতে মাছ ছাড়া হল ওই সংগঠনের সদস্যদের তরফ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০১:৫৭
Share:

ছাড়া হচ্ছে মাছের চারা। — নিজস্ব চিত্র

জলাভূমির জীবজগৎকে বাঁচাতে এগিয়ে আসলো জলপাইগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন জলাভুমি সংরক্ষণ কমিটি। শুক্রবার মহালয়ার দিন সকালে জলপাইগুড়ির রাজবাড়ির দিঘিতে মাছ ছাড়া হল ওই সংগঠনের সদস্যদের তরফ থেকে।

Advertisement

সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইসব মাছ কখনও জাল দিয়ে ধরে বিক্রি করা যাবে না। জলপাইগুড়ির জলাভূমি সংরক্ষণ কমিটির সম্পাদক অপূর্ব দাস বলেন, “জলাভূমিগুলি হারিয়ে যাওয়ায় জলজ জীবজন্তুরাও হারিয়ে যাচ্ছে।’’ তাঁরা জলাভূমির সঙ্গেই জলজ জীবজগৎকেও বাঁচিয়ে রাখতে চান বলে জানান তিনি। দিঘিতে ছাড়া মাছ যাতে কেউ কখনও জাল ফেলে ধরতে না পারে তার জন্য নজরদারি চালানো হবে বলে জানান তিনি। প্রয়োজনে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি।

এ দিন রাজবাড়ির শিবমন্দির সংলগ্ন দিঘির মূল ঘাটে তর্পণ করার ভিড় ছিল। এই ঘাটের উল্টোদিকে পূর্বপারে মাছগুলি ছাড়া হয়। ময়নাগুড়ির কদমতলার একটি পুকুর থেকে এ দিন সকালে ট্রাকে করে মাছের চারা আনা হয়েছিল। মোট দশ হাজার টাকার চারা এ দিন ছাড়া হয়। সংগঠনের পঞ্চাশ জন সদস্য েসই টাকা দিয়েছেন। আগামী বর্ষার সময় শহরের আরও আটটি পুকুরে আরও মাছের চারা ছাড়া হবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement