অবশেষে মালদহের গাজল-গণধর্ষণ কাণ্ডে ছয় অভিযুক্তের মধ্যে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বাকি চার অভিযুক্ত এখনও অধরা। বৃহস্পতিবার রাতে গাজলের গোয়ালপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাদের। শুক্রবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল পবিত্র মণ্ডল ও আশু মণ্ডল। তারা ভিন রাজ্যের নির্মাণ শ্রমিকের কাজ করে। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’ সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার বলেন, ‘‘এ দিন ধৃতদের সিজেএম প্রদীপ কুমার রায়ের এজলাসে তোলা হয়েছিল। পুলিশ সাতদিনের হেফাজত চেয়েছিল। বিচারক চারদিনের হেফাজত মঞ্জুর করেছেন।’’