ভারত-বাংলাদেশ সীমান্ত। — ফাইল চিত্র
বিএসএফের গুলিতে নিহত দুই চোরাচালানকারী। রবিবার এই ঘটনা ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা এলাকায়। দুই অনুপ্রবেশকারী সরাসরি চোরাচালানের সঙ্গে যুক্ত বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
রবিবার চ্যাংড়াবান্ধার পূর্বপাড়া এলাকায় দুই বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করে। ওই এলাকায় কাঁটাতারের বেড়া নেই। বিএসএফ সূত্রে খবর, ওই এলাকা দিয়ে চোরাচালানের পাশাপাশি অনুপ্রবেশও ঘটে। বিএসএফের ১৪৮ নম্বর ব্যাটালিয়ন দুই অনুপ্রবেশকারীকে দেখতে পায় এবং তাদের বাধা দেয়। কিন্তু দুই চোরাচালানকারী পালানোর চেষ্টা করলে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় উমেশ আলি এবং মহম্মদ সাগর নামে ওই দুই চোরাচালানকারীর।
বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘দুই বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে। বিএসএফ তাদের বাধা দেয়। গুলিতে তাদের মৃত্যু হয়েছে।’’