Elephants

বিন্নাগুড়ি সেনা ছাউনির হাসপাতালে ঢুকে পড়ল দলছুট দু’টি হাতি

সেনা ছাউনির ভিতরেই রয়েছে হাতিদের করিডর রয়েছে। সেই করিডর দিয়ে রেতি জঙ্গল থেকে ডায়না জঙ্গলে হামেশাই যাতায়াত করে থাকে। এর আগে সেনা ছাউনির রান্নাঘরে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৯
Share:
Advertisement

সেনা ছাউনির হাসপাতালে ঢুকে পড়ল দু’টি দলছুট হাতি। শনিবার রাতে জলপাইগুড়ির ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনা ছাউনিতে ঘটনাটি ঘটেছে। সেনা ছাউনির ভিতরেই রয়েছে হাতিদের করিডর রয়েছে। সেই করিডর দিয়ে রেতি জঙ্গল থেকে ডায়না জঙ্গলে হামেশাই যাতায়াত করে থাকে। এর আগে সেনা ছাউনির রান্নাঘরে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। এ বার দলছুট হাতি ঢুকে পড়ল হাসপাতালে। যদিও এ ব্যাপারে সেনা তরফে কিছু জানানো হয়নি।

বন দফতরকেও কিছু জানানো হয়নি বলে জানালেন বিন্নাগুড়ি স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়। তিনি বলেন, ‘‘সেনা ছাউনিতে হাতি ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ডুয়ার্সে যতগুলি হাতি করিডর রয়েছে, তার মধ্যে একটি করিডর বিন্নাগুড়ি সেনা ছাউনিতে রয়েছে। ওই করিডর দিয়ে প্রায়ই যাতায়াত করে হাতি। তবে সেনা তরফে আমাদের কিছু জানানো হয়নি। তাই কিছু বলতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement