elephant

Elephant: রাজ্য সড়ক আটকে দাঁড়িয়ে দলছুট দাঁতাল, গয়েরকাটায় থমকে গেল যান চলাচল

অভিযোগ, অনেকেই সরকারি বিধিনিষেধ অমান্য করে মোটরবাইক নিয়ে দাঁতাল হাতিটির কাছে চলে যান মোবাইলে ছবি তুলতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৮:৫১
Share:

রাজ্য সড়ক ঘিরে দাঁড়িয়ে রয়েছে হাতি। নিজস্ব চিত্র।

দলছুট দাঁতালের ‘পথ অবরোধে’ থমকে গেল যান চলাচল। মঙ্গলবার ডুয়ার্সের গয়েরকাটা এলাকায় আচমকাই রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়ে দলছুট হাতিটি। ফলে যান চলাচল থেমে যায়।

জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের ৪ নম্বর সেতু সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে দাঁতাল হাতিটি। প্রচুর মানুষ ভিড় জমান হাতি দেখতে। তৈরি হয় যানজট।

Advertisement

অভিযোগ, অনেকেই সরকারি বিধিনিষেধ অমান্য করে মোটরবাইক নিয়ে দাঁতালের কাছে চলে যান মোবাইলে ছবি তুলতে।

বন্যপ্রাণ থেকে দুর্ঘটনা ঘটার আশঙ্কা এড়াতে ডুয়ার্স এলাকায় বার বার প্রশাসনের তরফে জন সচেতনতা প্রচার চালানো হলেও হলেও একশ্রেণির মানুষ এখনও তা মানছেন না বলে অভিযোগ। বন দফতর সূত্রের খবর, ঘন্টা খানেক ধরে রাস্তা আটকে থাকার পর হাতিটি নিজে থেকেই জঙ্গলে ফিরে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement