ইংরেজবাজারে বৈঠকে শুভেন্দু

চেয়ারম্যান নির্বাচন নিয়ে হুইপ তৃণমূলের

পুরাতন মালদহের মতো ইংরেজবাজার পুরসভার ক্ষেত্রেও চেয়ারম্যান নিয়ে হুইপ জারি করল তৃণমূল। সোমবার রাতে পুরাতন সার্কিট হাউসে দলের জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের জেলার পর্যবেক্ষক তথা সাংসদ শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি বলেন, ‘‘ইংরেজবাজারেরও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে হুইপ জারি করা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০২:২৯
Share:

পুরাতন মালদহের মতো ইংরেজবাজার পুরসভার ক্ষেত্রেও চেয়ারম্যান নিয়ে হুইপ জারি করল তৃণমূল। সোমবার রাতে পুরাতন সার্কিট হাউসে দলের জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের জেলার পর্যবেক্ষক তথা সাংসদ শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি বলেন, ‘‘ইংরেজবাজারেরও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে হুইপ জারি করা হয়েছে।’’ চেয়ারম্যান হিসেবে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান দুলাল সরকারকে সামনে রেখেছে দল। তিনি বলেন, ‘‘আজ, মঙ্গলবার আমরা ইংরেজবাজার পুরসভায় একক ভাবে বোর্ড গঠন করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই দুইজনকে সামনে রেখে লড়াই করেছিল দল।’’

Advertisement

ইংরেজবাজার পুরসভার ২৯টি আসনের মধ্যে একক ভাবে তৃণমূল পেয়েছে ১৫টি আসন। বামফ্রন্ট পেয়েছে ৯টি, বিজেপি ৩টি এবং কংগ্রেস পেয়েছে দুটি আসন। তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ নিয়ে দলের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয় বলে দলীয় সূত্রে জানা যায়। যদিও নির্বাচনের আগে মালদহে একাধিক সভা করে দলের জেলা পর্যবক্ষেক শুভেন্দু অধিকারী এই পুরসভায় কৃষ্ণেন্দুবাবু ও দুলালবাবুকে সামনে রেখে দল লড়ছে বলে জানিয়ে দেন। তবে নির্বাচনের পর তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেতেই মন্ত্রী কৃষ্ণেন্দুবাবুকে চেয়ারম্যান হিসেবে ‌অনেকে মানতে চান না বলে দলের একাংশ সূত্রে জানা গিয়েছিল। কলকাতায় জয়ী প্রার্থীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করার পরেও এই পুরসভার চেয়ারম্যান কে হবেন, তা আগাম বলে দেননি। দায়িত্ব দিয়েছিলেন সাংসদ শুভেন্দুবাবুকে। এদিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান হিসেবে মন্ত্রী কৃষ্ণেন্দুবাবুর নাম ঘোষণা করেন দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দুবাবু। সেই সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে দুলাল সরকারের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘চেয়ারম্যান গঠনের এক সপ্তাহ পরে ভাইস চেয়ারম্যান গঠন করা হবে। সেই পদের দায়িত্ব দেওয়া হবে দুলালবাবুকে।’’ মন্ত্রী কৃষ্ণেন্দুবাবু বলেন, ‘‘দলের নির্দেশে নির্বাচনে লড়াই করেছি। আগেই বলেছি দলের সিন্ধান্ত শেষ কথা। দুলালবাবু বলেন, ‘‘কৃষ্ণেন্দুদা চেয়ারম্যান হবেন আমি আগেই বলেছি। কারণ এটা দলের সিন্ধান্ত। দল যে ভাবে আমাকে চলতে বলবে, আমি সেই ভাবে চলব।’’

মঙ্গলবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্টও। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘আমরা চেয়ারম্যান পদে লড়ব। চেয়ারম্যান হিসেবে কাকে তুলে ধরা হবে, তা অবশ্য এখনই বলছি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement