রোগীদের ফল বিলি করতে গিয়ে জরুরি বিভাগের সামনে জমা প্লাস্টিক সামগ্রী দেখে ক্ষোভ প্রকাশ করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। রবিবারের ঘটনা। হাসপাতালের সুপার-সহ অন্য আধিকারিকদের ধমকেও দেন মন্ত্রী। দু’একদিনের মধ্যেই ফের হাসপাতালে এসে পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তিনি।
চার দিন আগে শিলিগুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে আলোচিত বিষয়ের তালিকায় প্লাস্টিকজাত সামগ্রীর ব্যবহারের প্রসঙ্গ ছিল না। এ দিন হাসপাতাল চত্বরে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার এবং তা যত্রতত্র ফেললে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়ে সর্বত্র বোর্ড লাগানোর নির্দেশ দিয়েছেন গৌতমবাবু। কেন এতদিন এই বিষয়গুলিতে নজর দেওয়া হয়নি সে প্রশ্নও তুলেছেন মন্ত্রী। গৌতমবাবু এর আগে শিলিগুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তাঁকে সরিয়ে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে চেয়ারম্যান করা হয়। রুদ্রবাবু এ দিন কলকাতায় ছিলেন। তিনি মন্ত্রীর পরিদর্শন বা নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করেননি।
নতুন বছরের প্রথম দিনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদ্যাপনে মন্ত্রী রোগীদের জন্য ফল নিয়ে গিয়েছিলেন। জরুরি বিভাগের সামনে গাড়ি থেকে নেমেই মন্ত্রীর নজর যায় সামনে একটি গাছের গোড়ায় প্লাস্টিকের ব্যবহৃত কাপ ছড়িয়ে রয়েছে। কংক্রিটের বেদিতে লেগে রয়েছে পানের পিকের দাগ। তিনি সুপারকে প্রশ্ন করেন, ‘‘আপনারা এসব দেখেন না?’’ হাসপাতালের পিছন দিকেও নোংরা জমে থাকে বলে মন্ত্রীর অভিযোগ। নির্দেশ প্রসঙ্গে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, ‘‘যেমন নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো পদক্ষেপ হবে।’’