দুর্ঘটনা এড়াতে চালকদের চা খাওয়ালো পুলিশ

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির প্রচার হিসাবে অভিনব পদক্ষেপ নিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৭:৩৩
Share:

চালকদের চা পুলিশের। নিজস্ব চিত্র।

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির প্রচার হিসাবে অভিনব পদক্ষেপ নিল পুলিশ। দুর্ঘটনা এড়াতে এবং ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করালো ট্র্যাফিক পুলিশ।

Advertisement

আলিপুরদুয়ার জেলা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে মাদারিহাট টোল প্লাজা এলাকায় এশিয়ান হাইওয়েতে চলাচলকারী সমস্ত গাড়ির চালকদের চা পান করানো হয়। প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ট্র্যাফিক ইন্সপেক্টর জয়দেব মোদক, হাসিমারা ট্র্যাফিক ওসি বিজয় দে-সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। এ দিন ট্র্যাফিক ওসি বিজয় দে নিজে সমস্ত গাড়ির চালকদের দাঁড় করিয়ে চা পান করান।

শীতের সকালে কুয়াশাছন্ন আবহাওয়া থাকে এলাকায়। দোকান খুলতেও গড়িয়ে যায় বেলা। এ জন‍্য ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে ভোর ৪টে থেকে সাড়ে ৬টা পর্যন্ত চালকদের চা পান করানো হয়, যাতে চালকদের ঘুম ঘুম ভাব কাটে এবং পথ দুর্ঘটনার সম্ভাবনা কম হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement