জয়ের উল্লাস। — নিজস্ব চিত্র
বালুরঘাট কলেজে ৪৭টি আসনের মধ্যে মাত্র ১৩টি আসনে প্রার্থী দিয়ে টিএমসিপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল এবিভিপি। বুধবার ছাত্র সংসদ নির্বাচনে শুধু বালুরঘাট কলেজই নয়—দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, তপন এবং পতিরাম কলেজের নির্বাচনে বিরোধীদের কার্যত উড়িয়ে ছাত্রসংসদ পুনরায় দখল করল টিএমসিপি। এ জেলার বাকি তিনটি কলেজ—গঙ্গারামপুর, বুনিয়াদপুর এবং বালুরঘাট গার্লস কলেজেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় টিএমসিপি।
দক্ষিণ দিনাজপুরে মোট ৯টি কলেজের মধ্যে হিলি এবং কুমারগঞ্জে নতুন চালু দু’টি কলেজে ভোট হয়নি। বাকি সাতটির মধ্যে জেলা সদর বালুরঘাটের কোএড এবং গার্লস কলেজে বামেরা প্রার্থীই দিতে পারেনি বলে অভিযোগ। কেবল পতিরাম, তপন, হরিরামপুর এবং বালুরঘাট কোএড কলেজে বামেরা ও কিছু আসনে এবিভিপি প্রার্থী দেওয়ায় এদিন কড়া পুলিশি ব্যবস্থার মধ্যে ভোট হয়। বালুরঘাটে তাদের সমর্থক ছাত্রদের ভোট দিতে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে এবিভিপি এ দিন বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে।
বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, ‘‘সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগিয়ে এবিভিপির সমর্থকদের ভোট দিতে বাধা দিতে হয়েছে।’’ টিএমসিপি অভিযোগ অস্বীকার করে।