২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
এত লোক! এত ভিড়! আগে দেখিনি। আগে কখনও এত ভিড়ে থাকতেও পারিনি। ছবিতে, ভিডিয়োয় দেখে এই ভিড় অনুমান করার উপায় নেই। লাখ লাখ মানুষ হাঁটছেন! যে দিকে তাকাচ্ছি, কালো মাথা আর তিন রঙা পতাকা। সকলের মুখে এক স্লোগান। অন্য অনুভূতি। তা বুঝতে হলে২১ জুলাইয়ের সভার সাক্ষীথাকতে হবে।
আমি এই প্রথম ২১ জুলাই সমাবেশে যোগ দিতে কলকাতা এসেছিলাম। আগে অনেক ছোটবেলায় এসেছি। এ বার এত লোকের মাঝে কলকাতা সফর আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর এ বারই আমি তৃণমূলের টিকিটে নির্বাচনে জয়ী হয়েছি।
কলকাতা আসার পরে, আমার মতো রাজ্যের নানা প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মীদের ভিড়ে নিজেকে অন্য ভাবেও আবিষ্কার করছি। এই জনসমুদ্রে আমিও এক জন, ভেবেই গর্ব হচ্ছে। সকাল সকাল ধর্মতলায় চলে গিয়েছিলাম বলে মঞ্চের কাছেই জায়গা পেয়েছি। এত কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া কে অসামান্য প্রাপ্তি। লাইনে দাঁড়িয়ে খাওয়া, ট্রেনে-বাসে ওঠা— আনন্দ পেয়েছি।
এ বার প্রথম হলেও এখন থেকে প্রতি বার ২১ জুলাইয়ের সভায় আসব। ফিরে গিয়ে আমি এলাকার লোকজনকে গল্প বলব।