আহত এক বিজেপি নেতাকে হাসপাতালে আনা হচ্ছে। নিজস্ব চিত্র
তৃণমূল ও বিজেপি কর্মীদের ‘হাতাহাতিতে’ মঙ্গলবার তেতে উঠল মালদহের ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া। রেলের অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, মারধরে দু’পক্ষের ছ’জন আহত হন। আহতদের মধ্যে, বিজেপির এক মহিলা পুর প্রতিনিধিও রয়েছেন। বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করে, স্থানীয় তৃণমূল পুর প্রতিনিধির নেতৃত্বে স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান, মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তিনি বলেন, “দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”
ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনের অফিস রয়েছে। এ দিন দুপুর ১২টা নাগাদ ইংরেজবাজার পুরসভায় বিজেপির ২১ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সুতপা বন্দ্যোপাধ্যায় কর্মী, সমর্থকদের নিয়ে ডিআরএম অফিসে যান। অভিযোগ, তাঁদের পথ আটকে বিক্ষোভ দেখান শহরের ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুর প্রতিনিধি গৌতম দাসের অনুগামীরা। এর পরে, দু’পক্ষের মধ্যে হাতাহাতি বাধে বলে অভিযোগ। আহতদের মালদহ মেডিক্যালে ভর্তি করানো হয়।
বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পটির অভিযোগ, “আমাদের দুই নেতা, নেত্রী ছাড়াও, আরও দু’জন আহত হয়েছেন।’’ পুলিশে অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি। তৃণমূল পুর প্রতিনিধি গৌতম দাবি করেন, “রেলের ইউনিয়ন থেকেই অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়। তাঁদের বাদ দিয়ে বিজেপি বহিরাগতদের নিয়োগের দাবি জানায়। রেল ইউনিয়নে গিয়ে হামলা করা হয়। আমাদের দু’জন আহত হয়েছেন।’’
এ দিনের ঘটনার বিষয়ে কিছু জানা নেই বলে রেল কর্তৃপক্ষের দাবি। হাসপাতাল সূত্রে খবর, আহত চার জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বিজেপি নেতা ও পুর প্রতিনিধি সেখানে চিকিৎসাধীন।