প্রতীকী ছবি।
পুজোর আগেই চালু হচ্ছে কলকাতা থেকে উত্তরবঙ্গ যোগাযোগের আরও দুটি ট্রেন। চলবে দার্জিলিং মেল এবং তিস্তা তোর্সা এক্সপ্রেস। রেল সূত্রে খবর, আগামী ১৫ অক্টোবর থেকেই ট্রেনগুলি চালু হওয়ার কথা। একই সঙ্গে, পর্যটন নতুন করে চালু করতে পুজোর আগেই টয় ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু করেছে রেল এবং পর্যটন দফতর।
পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ প্রান্তের মধ্যে যোগাযোগের মূল মাধ্যম হল রেল। বিশেষ করে পর্যটন মরসুমে এবং পর্যটক টানতে রেল পরিষেবা সহজ হওয়া দরকার, মানছেন আধিকারিকেরা। করোনার পর থেকে বন্ধ থাকার পরে গত দু’মাস থেকে কেবল পদাতিকই দুই প্রান্তের মধ্যে একমাত্র যোগসেতু। এবার সেই সমস্যা মিটতে চলেছে। রেল সূত্রে দাবি, আগামী ১৫ অক্টোবর থেকে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই চালু হবে দার্জিলিং মেল এবং তিস্তা তোর্সা এক্সপ্রেস। এ ছাড়াও হিমগিরি, মিথিলা, বাগ এক্সপ্রেসের মতো ট্রেনগুলিও চালু হবে বলে জানাচ্ছে রেল সূত্র। দার্জিলিং মেল এবং তিস্তা তোর্সার বুকিং কবে থেকে শুরু হবে, তা দু’এক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে রেল। রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ট্রেনগুলি দার্জিলিং মেল বা তিস্তা তোর্সা নামে না চলে স্পেশ্যাল ট্রেন হিসেবে চলবে। তবে তার সূচি ওই ট্রেনগুলির মতোই থাকবে। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি আগের মতোই থাকছে।
উত্তর ও দক্ষিণবঙ্গ যোগাযোগই কেবল নয়, টয় ট্রেন চালাতেও দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে অনুমতি চাইল রেল। কাটিহারের ডিআরএম রবীন্দ্রকুমার বর্মা বলেন, ‘‘চিঠি দিয়েছি। অনুমতি পেলেই ট্রেন চালানো শুরু করব। তবে এবার কোনও বাড়তি প্যাকেজ রাখছি না।’’ দার্জিলিং হিমালয়ান রেলের অধিকর্তা একে মিশ্র জানান, ট্রায়াল রান প্রতিমাসেই দু’বার করে করা হচ্ছে। সব প্রস্তুতি রয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম জানান, অনুমোদনের বিষযটি পর্যটন দফতরের নজরে আনা হয়েছে। পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘বিষয়টি দ্রুত প্রক্রিয়া করতে বলেছি।’’ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।