Tiger

Tiger: পুকুরে জল আসছে কী ভাবে? শিলিগুড়ির পার্কে খুঁজে দেখল চার বাঘের বাচ্চা

রয়্যাল বেঙ্গল টাইগার শিলার চারটি বাচ্চা। বয়স চার মাস। শেরা,  শিবা,  তেজল ও তারা নামে ওই চারটি বাঘের ছানা রয়েছে সাফারি পার্কে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৫:৫৩
Share:
Advertisement

পুকুরে জল আসছে কী ভাবে? তার খোঁজে মেতে রইল চার বাঘের বাচ্চা। এই ছবি দেখা গিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।

রয়্যাল বেঙ্গল টাইগার শীলার চারটি বাচ্চা। তাদের বয়স এখন চার মাস। শেরা, শিবা, তেজল ও তারা নামে ওই চারটি বাঘের ছানা এখন রয়েছে বেঙ্গল সাফারি পার্কের সংরক্ষিত এলাকায়। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা তাদের সকলের। তাই জলকেলিতে মত্ত ওই চার বাঘের বাচ্চা। ওই এলাকায় বাঘের বাচ্চাদের জন্য একটি পুকুর রয়েছে। সেখানে দিনভর মেতে থাকতে দেখা যায় ওই বাচ্চাগুলিকে।

Advertisement

বেঙ্গল সাফারির অধিকর্তা ডি শেরপার মতে, ‘‘ওরা এখনও বাচ্চা। মায়ের দুধ খাচ্ছে। দৌড়ঝাঁপ করলেও ওদের বাঘের জন্য নির্দিষ্ট যে এলাকা সেখানে এখনও রাখা হবে না। কারণ, ওরা একদম মানুষের মতো। কখন কী মুখে নিচ্ছে সে দিকেও নজর রাখতে হয়। ওদের বয়স যখন আট মাস পেরোবে তখন পাকাপাকি ভাবে ওদের বাঘের জন্য মূল যে এলাকা সেখানে ওদের ছেড়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement