coronavirus

শিলিগুড়িতে চিকিৎসাধীন তিন করোনা আক্রান্তের মৃত্যু

বেঙডুবি সেনা ছাউনিতে এ দিনও অন্তত ৩১ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে বেঙডুবি সেনা ছাউনিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দু’শোরও বেশি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০৪:৩৫
Share:

প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও তিন জনের মৃত্যু হল শিলিগুড়িতে। একজনের মৃত্যু হয়েছে মাটিগাড়ার কোভিড হাসপাতালে, অন্য জনের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ছাড়াও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেঙডুবি সেনা হাসপাতালে মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত এক সেনা আধিকারিকের। ষাঠোর্ধ্ব ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন বলে রিপোর্টে জানা গিয়েছে। বেঙডুবি সেনা ছাউনিতে এ দিনও অন্তত ৩১ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে বেঙডুবি সেনা ছাউনিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দু’শোরও বেশি।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মাটিগাড়ার কোভিড হাসপাতালে মারা যান কোচবিহারের বাসিন্দা ৫৩ বছরের এক ব্যক্তি। তাঁকে ১৮ অগস্ট কোচবিহার মে়ডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। উত্তরবঙ্গ মেডিক্যালে এ দিন মারা যান ৫০ বছরের এক ব্যক্তি। তাঁর বাড়ি অসমে। জয়গাঁ এলাকায় সড়ক দুর্ঘটনায় জখম হয়েছিলেন তিনি। বুধবার তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর দেহে করোনার সংক্রমণ ছিল বলে সূত্রের খবর।

এ দিন শিলিগুড়ি শহরে নতুন করে ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে জলপাইগুড়ি জেলার অধীনে থাকা শিলিগুড়ি পুরসভার সংযোজিত ওয়ার্ডে নতুন করে ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পুর এলাকা ছাড়াও শিলিগুড়ি মহকুমা এবং দার্জিলিং জেলার পাহাড়ে আরও ১০১ জন আক্রান্ত হয়েছেন করোনা সংক্রমণে। তার মধ্যে বেঙডুবি সেনা হাসপাতাল ছাড়াও কদমতলা বিএসএফ ক্যা্ম্পের ১২ জন এবং সেবক রোডের সিএপিএফ-এর ১১ নম্বর ব্যাটেলিয়ানের আট জন রয়েছেন। বেঙডুবি সেনা হাসপাতালের ৩১ জন আক্রান্তকে নিয়ে নকশালবাড়ি ব্লকে এ দিন ৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং ৩৭ জন আক্রান্ত হয়েছেন মাটিগাড়া এলাকায়। খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়ায় দু’জন করে আক্রান্ত হয়েছেন।

Advertisement

করোনা সংক্রমণ বাড়ছে পাহাড়েও। এ দিন কার্শিয়াং পুর এলাকায় তিন জন, দার্জিলিং পুর এলাকায় তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুখিয়াপোখরিতে সাত জন, মিরিকে তিন জন এবং ফুলবাজারে দু’জনের শরীরে সংক্রমণ মিলেছে। সংক্রমণ ধরা পড়েছে সুকনায় আরও পাঁচ জনের দেহেও।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement