পঞ্চায়েত ভোটের লাইনে মহিলারা। —ফাইল চিত্র
ত্রিস্তর পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। সোমবার জেলাশাসক অরবিন্দকুমার মিনা ওই বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের সংশ্লিষ্ট কার্যালয়ে প্রথম বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপাতত প্রধান, উপপ্রধান, সভাপতি, সহকারী সভাপতি পদে মনোনয়ন অথবা নির্বাচন হবে। প্রশাসনের তরফে ওই বৈঠকে তাঁদেরকে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই ভাবে আগামী ৩১ অগস্ট জেলার পাঁচটি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির কার্যালয়ে হাজির হয়ে প্রথম বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত জেলার বাকি ১৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং চারটি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচন স্থগিত রাখা হয়েছে। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক রাজেন্দ্র সুনদাসের দাবি, ‘‘জেলার যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কোনও প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হননি, একমাত্র সেই সব গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’’
২৬ আসনের জেলা পরিষদে তিন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে।