COVID waste

Covid waste: হাসপাতালের জরুরি বিভাগের বাইরে ব্যবহৃত পিপিই কিটের স্তূপ! ক্ষুব্ধ রোগীর পরিবারেরা

তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আলাদা ডাম্পিং গ্রাউন্ড তৈরির আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২৩:৪৪
Share:

হাসপাতালের জরুরি বিভাগের বাইরে স্তূপাকারে জমছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করা পিপিই কিট।

হাসপাতালের জরুরি বিভাগের বাইরে স্তূপাকারে জমছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করা পিপিই কিট। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায়। এর থেক সংক্রমণ ছড়াতে পারে জেনেও কোনও পদক্ষেপ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই দাবি তুলে ক্ষোভ উগরে দিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি থাকা রোগীদের পরিবার-পরিজনেরা।

Advertisement

রোগীর পরিজনদের অভিযোগ, দিনের পর দিন জরুরি বিভাগের বাইরে জমা হচ্ছে পিপিই কিট। হাসপাতাল চত্বরে থাকা পথকুকুরেরা ওই পিপিই কিট টেনে এদিক সেদিক নিয়ে যাচ্ছে। রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতির মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমন গাফিলতিতে রোগীদের স্বাস্থ্য আরও খারাপ হতে পারে বলেই তাঁদের আশঙ্কা। তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আলাদা ডাম্পিং গ্রাউন্ড তৈরির আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

এই অভিযোগ ওঠার পরই অবশ্য হাসপাতালের সহকারী সুপার অভীক মাইতি বলেন, ‘‘হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবহৃত পিপিই কিট থেকে সংক্রমণ অবশ্যই ছড়াতে পারে। আমরা দ্রুত একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরির চেষ্টা করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement