TET Scam

TET Scam: অনিয়মের অভিযোগ, প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি গেল রায়গঞ্জের বাম নেতার ছেলের

মঙ্গলবার রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে আদালতের নির্দেশে চাকরি খোয়ানো প্রাথমিকের যে সব শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা সামনে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ২২:৩৩
Share:

অশোক পাল। নিজস্ব চিত্র।

নিয়োগ সংক্রান্ত অনিয়মের কারণে এ বার প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি হারালেন সিপিএম নেতার ছেলে। আদালতের নির্দেশে উত্তর দিনাজপুরের বাম প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা অশোক পালের ছেলে অরিন্দম পালের চাকরি গিয়েছে।

Advertisement

মঙ্গলবার রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে চাকরি খোয়ানো প্রাথমিকের যে সব শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা সামনে এসেছে। তার মধ্যে রয়েছেন অরিন্দম। স্থানীয় সূত্রের খবর, অরিন্দমের বাবা রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের ধর পাড়ার বাসিন্দা অশোক দীর্ঘ দিন ধরে বাম শিক্ষক সংগঠনের দাপুটে নেতা ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নিয়েছেন। বুধবার ছেলের চাকরি যাওয়া প্রসঙ্গে অশোকের প্রাথমিক প্রতিক্রিয়া, ‘‘আমার ছেলে একা নয়, অনেকেরই চাকরি গিয়েছে। আমি কাউকে কোনও টাকা দিইনি।’’

তাঁর ছেলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কি অনিয়ম ছিল? জানতে চাওয়া হলে অশোক বলেন, ‘‘যেখান থেকে শুনেছেন, সেখানে গিয়ে জেনে নিন।’’ অরিন্দমের সঙ্গে দেখা করতে চাইলে তিনি আনন্দবাজার অনলাইনের প্রতিনিধিকে বলেন, ‘‘আমার ছেলে এখন বাড়িতে নেই। কোথায় গিয়েছে জানি না।’’ ছেলের চাকরি হারানো অশোকের স্ত্রী বলেন, ‘‘এত জনের চাকরি যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। কেন তা হলে এ ভাবে এত জনকে চাকরি দেওয়া হয়েছিল?’’ প্রসঙ্গত, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারির মেয়ে অঙ্কিতার চাকরি গিয়েছে। পরেশও এক সময়ে বাম শরিকদল ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement