চাকরি দেওয়ার নাম করে তরুণীকে বিক্রি, অভিযোগ

পুলিশে চাকরি পাইয়ে টেওয়ার নাম করে এক তরুণীকে অপহরণ করে হরিয়ানায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ডুয়ার্সের বানারহাট থানার সালবাড়ি এলাকার ১ নম্বর দুরাবাড়ির ঘটনা। ওই অপহৃত তরুণীর নাম শম্পা রায়। তাঁর বাড়ির লোকজনদের অভিযোগ, থানায় এলাকার চার জনের নাম দিয়ে অভিযোগ করা সত্ত্বেও বারবার জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডুয়ার্স শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:১১
Share:

পুলিশে চাকরি পাইয়ে টেওয়ার নাম করে এক তরুণীকে অপহরণ করে হরিয়ানায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ডুয়ার্সের বানারহাট থানার সালবাড়ি এলাকার ১ নম্বর দুরাবাড়ির ঘটনা। ওই অপহৃত তরুণীর নাম শম্পা রায়। তাঁর বাড়ির লোকজনদের অভিযোগ, থানায় এলাকার চার জনের নাম দিয়ে অভিযোগ করা সত্ত্বেও বারবার জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। গত ৫ জুন হরিয়ানা থেকে একটি ফোনে ওই তরুণী তাঁকে বাঁচানোর আর্জি জানান এক আত্মীয়ার কাছে। সেই নম্বর পুলিশকে দেওয়া সত্ত্বেও থানার হেলদোল নেই বলে অভিযোগ। সোমবার তরুণীর আত্মীয়-স্বজন ও পড়শিরা জলপাইগুড়ির পুলিশ সুপার আকাশ মেঘারিয়ার কাছে গিয়ে অভিযোগ জানান। পুলিশ সুপার বলেন, ‘‘থানার ব্যাপারে খোঁজ নিচ্ছি। ওই তরুণীকে উদ্ধারের সবরকম চেষ্টা করছি।’’ গত মে মাসে তরুণী পুলিশের চাকরির জন্য আবেদন করেন। বিষয়টি পাড়ার লোকজনদের জানতে পেরে বানারহাটের কলাবাড়ির বিষ্ণু ছেত্রী, গাঁধী ছেত্রী সহ কয়েকজন চাকরি পাওয়ার ব্যাপারে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। গত ২৮ মে গাঁধী তরুণীর বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা ও নথিপত্র নিয়ে তখনই যেতে হবে বলে জানায় বলে অভিযোগ। বাড়ির লোকজন জানান, দারদেনা করে টাকা জোগাড় করে তাঁরা মেয়েকে পাঠান। এর পরেই নিখোঁজ হয়ে যান তরুণী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement