Ja;paiguri

জলপাইগুড়িতে তৃণমূল ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ বুবাই কর

বুবাই বলেন, ‘‘আমি শুভেন্দুর অনুগামী। আগামী দিনেও তাঁর মত ও পথকে পাথেয় করেই চলতে চাই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৭:৪১
Share:

অনুগামী-সহ তৃণমূল ছাড়লেন বুবাই কর (মাঝখানে)। —নিজস্ব চিত্র

গতকাল শুভেন্দু আধিকারি বিজেপিতে যোগদানের পরই তৃণমূল ছাড়লেন জলপাইগুড়ির তৃণমূল নেতা বুবাই কর। তিনি জলপাইগুড়ি জেলা তৃণমূলের যুগ্ম সম্পাদক ছিলেন। শনিবার রাতেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জেল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণীর কাছে। শুভেন্দুর পথে হেঁটে শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন বুবাই। তৃণমূলের দাবি, বুবাইয়ের দলত্যাগে তৃণমূলে কোনও ক্ষতি হবে না।

Advertisement

পদত্যাগপত্র পাঠানোর পর বুবাই বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের সঙ্গে ১৯৯৮ সাল থেকে আমার সম্পর্ক। ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি। এই দীর্ঘ ২২ বছরের সম্পর্কের পরেও আমি দল ছাড়তে বাধ্য় হচ্ছি। শুভেন্দু আধিকারীর মতো নেতাকে যে দল সম্মান জানাতে পারে না, সেই দলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।’’

জানুয়ারি মাসেই উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই সময়ই প্রায় ৫ হাজার তৃণমূল নেতা-কর্মীকে নিয়ে তৃণমূলে যোগে দেবেন বলে দাবি বুবাইয়ের। বুবাই বলেন, ‘‘আমি শুভেন্দুর অনুগামী। আগামী দিনেও তাঁর মত ও পথকে পাথেয় করেই চলতে চাই।’’

Advertisement

জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, ‘‘বুবাইকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যেত না। ওঁর কোনও লোকবল নেই। বুবাই যাওয়াতে আমাদের দলে কিছু এসে যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement