মগ্ন: মাঠে অনুশীলনে ব্যস্ত সুব্রত। ছবি: রাজকুমার মোদক।
ফুটবল মাঠের রেফারি হিসেবে শহরে তাঁর পরিচিতি। খেলা পরিচালনা করতে গিয়ে অনেক সময়েই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন অনেক খেলোয়াড়কে। এ বার নিজেই খেলতে নেমেছেন ভোটের মাঠে। ধূপগুড়ি পুরভোটে শহরের ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তিনি। লাল কার্ড দেখিয়ে বিরোধীদের ভোটের মাঠ থেকে বের করে দিতে দিন রাত এ বাড়ি থেকে সে বাড়ি চষে বেড়াচ্ছেন ৩২ বছরের সুব্রত ধর (গদা)।
ভোট ১৩ অগস্ট। ফুটবল মাঠে ২২ জনের উপর কড়া নজর রাখতে হলেও এখানে খেলোয়াড় তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের তিন জন। সুব্রতবাবুর কথায়, “আমি ছোটবেলা থেকেই বাম ঘরানায় বড় হয়েছি। পার্টি প্রার্থী করেছে। না করতে পারিনি। খেলা তো সব সময় থাকে না। বেশির ভাগ সময় ধূপগুড়িতেই থাকি। সেই সময়টা ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থাকব। তবে প্রচারে আমি ব্যক্তি সমালোচনায় যাব না। রাজনীতিই হবে প্রচারের হাতিয়ার। আমি নিরপেক্ষ মানুষ, ভোটে জিতেও মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করব।”
ভোটের প্রচারে বের হতে হলেও প্রতিদিনের অনুশীলন কিন্তু ভোলেন না তিনি। প্রতিদিন ভোরে ধূপগুড়ি পুর ফুটবল মাঠে চলে অনুশীলন, শরীর চর্চা। আর তারপরেই পার্টি কর্মীদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়া। বর্তমানে আই লিগের অনুর্দ্ধ ১৮ বছরের নিয়মিত রেফারি। এছাড়াও আইএফএর আরও কিছু টুর্নামেন্টে খেলা পরিচালনা করেন তিনি। স্বপ্ন দেখেন ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবল খেলা পরিচালনার। তিনি বলেন, “ধূপগুড়ির মত ছোট একটি শহর থেকেই আমি আন্তর্জাতিক ফুটবল খেলা পরিচালনার যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা চালাচ্ছি। বিশ্বকাপের খেলা পরিচালনা করে আমার রেফারি জীবন সার্থক করতে চাই। ”
সিপিএমের স্থানীয় নেতা জয়ন্ত মজুমদার বলেন, “খুব ভাল ছেলে সুব্রত। কাউন্সিলরের কাজ দক্ষ ভাবে করতে পারবে, সেই বিশ্বাসেই ওকে প্রার্থী করা হয়েছে।”