ক্ষোভ: স্কুলের সামনে পথ অবরোধ ছাত্রদের। নিজস্ব চিত্র
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ১৫ মার্চ। সেই কারণে বিদায় সম্বর্ধনার আয়োজন হয়েছিল পুরাতন মালদহ ব্লকের মুচিয়া অঞ্চল চন্দ্রমোহন হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। কিন্তু সেই অনুষ্ঠানই বদলে গেল বিক্ষোভ কর্মসূচিতে। অভিযোগ, ওই পরীক্ষার্থীরা এখনও সবুজ সাথী প্রকল্পের সাইকেল পায়নি।
সোমবার স্কুল শুরুর আগেই সকাল ১০টা থেকে স্কুলের সামনে মালদহ-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা। যান চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েন অসংখ্য নিত্যযাত্রী। স্কুলের শিক্ষক ও মালদহ থানার পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও অবরোধ ওঠেনি। পরে ব্লক প্রশাসনের তরফে আশ্বাস পেয়ে ১২টা নাগাদ অবরোধ তোলে পড়ুয়ারা।
আন্দোলনকারী ছাত্রদের তরফে সুজিত দাস, প্রশান্ত হেমব্রম, মামুদ শেখরা বলেন, ‘‘একাদশ শ্রেণিতে পড়ার সময়ই আমাদের সাইকেল দেওয়ার কথা। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চললেও আমাদের সাইকেল দেওয়া হল না।’’ পরীক্ষা হয়ে গেলে আর সাইকেল পাওয়া হবে না বলে আশঙ্কা করেছে তারা। স্কুল শিক্ষকেরাও কোনও সদুত্তর দিতে পারেনি বলে তাদের দাবি।
স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা বলেন, ‘‘বিডিও অফিস থেকে আমাদের কোনও সাইকেল দেয়নি। তাই আমরা দিতে পারিনি।’’ সাইকেল ফিটিংসের কাজ চলছে বলে জানিয়েছেন পুরাতন মালদহের বিডিও নরোত্তম বিশ্বাস। তিনি জানান, ব্লকের গ্রামীণ এলাকায় সবেমাত্র সাইকেল দেওয়া শুরু হয়েছে।