COVID-19 vaccine

প্রতিষেধক: মুখ্যমন্ত্রীর ছবি বিতর্ক

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া চিঠি বিলি হতেও শুরু করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ০১:০০
Share:

ফাইল চিত্র।

করোনা প্রতিষেধক নিয়ে ইতিমধ্যে জেলায়-জেলায় হয়েছে ড্রাইরান। এবার মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া শুভেচ্ছা বার্তার চিঠি বিলি শুরু হল মালদহ ও দুই দিনাজপুরে। এই তিন জেলায় এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজারেও বেশি চিঠি পৌঁছেছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা। সেই চিঠিতে বিনামূল্যে প্রতিষেধকের ব্যবস্থা করা হচ্ছে বলে উল্লেখ রয়েছে। ফলে করোনা প্রতিষেধক ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহে প্রায় ১৮ হাজার, উত্তর দিনাজপুরে ১৫ হাজার এবং দক্ষিণ দিনাজপুরে ১৩ হাজার চিঠি পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া চিঠি বিলি হতেও শুরু করেছে। স্বাস্থ্য দফতর, পুলিশ, প্রশাসন, হোমগার্ড, সিভিক পুলিশদেরও চিঠি দেওয়া হচ্ছে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সুপার তথা সহকারি অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেন, ‘‘জেলা স্বাস্থ্য দফতরের তরফে শনিবার হাসপাতালে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ওই চিঠি এসে পৌঁছেছে। সেগুলি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিলির কাজ শুরু হয়েছে।’’ দক্ষিণ দিনাজপুরে পুলিশকর্মী, সিভিকদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার চিঠি বিলি হয়েছে বলে জানান পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

সম্প্রতি, মালদহ ও উত্তর দিনাজপুরে করোনা টিকার ড্রাইরান সফল হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য দফতর কর্তারা। এরই মধ্যে, প্রকাশ্যে এসেছে প্রতিষেধক নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিরোধীদের দাবি, করোনা প্রতিষেধক নিয়ে রাজনীতি করছে রাজ্য সরকার। এ দিন মালদহে করোনা প্রতিষেধক নিয়ে রাজ্য ও কেন্দ্রের সমালোচনা করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘‘বিভিন্ন রোগের প্রতিষেধক সরকার থেকে বিনামূল্যেই দেওয়া হয়। পোলিও টিকা নিয়ে প্রচারও করা হয়েছে। করোনার টিকা নিয়ে রাজ্য ও কেন্দ্র রাজনীতি করছে।’’

Advertisement

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘সবাই জানে, কেন্দ্র সরকার বিনামূল্যে প্রতিষেধক দেবে। সেই প্রতিষেধকে নিজের ছবি দিয়ে দিদিমণি প্রচার করছেন। দিদির এই প্রচার মানুষ ধরে ফেলেছে।’’ বিরোধীদের কটাক্ষকে আমল না দিয়ে তৃণমূল নেত্রী মালদহের মৌসম নুর বলেন, ‘‘করোনা পরিস্থিতি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কি করেছেন তা সবাই জানেন। আর বিরোধীরা কি করেছে তাও বাংলার মানুষ জানেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement