প্রকাশ্যে লুঠপাট

মোটরবাইক থামিয়ে আগ্নেয়াস্ত্র ঠেঁকিয়ে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা লুঠের অভিযোগ উঠল। চাঁচলের পূর্ত দফতরের সামনে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর সোমবার দুপুরে ওই ঘটনাটি ঘটেছে। থানা থেকে পাঁচশো মিটার দূরে দিনের আলোয় ওই লুঠের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মহম্মদ সেলিম নামে ওই ওষুধ ব্যবসায়ী এ দিন আদর্শপল্লির বাড়ি থেকে চেপে ব্যাঙ্কে যাচ্ছিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০২:০৬
Share:

মোটরবাইক থামিয়ে আগ্নেয়াস্ত্র ঠেঁকিয়ে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা লুঠের অভিযোগ উঠল। চাঁচলের পূর্ত দফতরের সামনে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর সোমবার দুপুরে ওই ঘটনাটি ঘটেছে। থানা থেকে পাঁচশো মিটার দূরে দিনের আলোয় ওই লুঠের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মহম্মদ সেলিম নামে ওই ওষুধ ব্যবসায়ী এ দিন আদর্শপল্লির বাড়ি থেকে চেপে ব্যাঙ্কে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ডের অদূরে জনবহুল ওই রাস্তায় লুঠের অভিযোগকে ঘিরে ধন্দে পড়েছে পুলিশও। ব্যবসায়ীর দাবি, ওই সময় রাস্তায় লোকজন ছিলেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement