ধূমপানে মানা দার্জিলিং জেলায়

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হল দার্জিলিং জেলাতেও। গত সোমবার থেকে জেলায় নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০২:৩২
Share:

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হল দার্জিলিং জেলাতেও। গত সোমবার থেকে জেলায় নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। সম্প্রতি শিলিগুড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসনের বৈঠকে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এর আগে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি সহ কয়েকটি জেলাতেও প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হয়েছে। এবার থেকে দার্জিলিং জেলার যে কোনও শহর-গ্রামেও প্রকাশ্যে ধূমপান করে জরিমানার কোপে পড়তে হবে। ইতিমধ্যেই শিলিগুড়ি-দার্জিলিঙে বড় হোর্ডিং-পোস্টারে প্রকাশ্যে ধূমপান না করার আবেদন জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার দার্জিলিঙে র‌্যালির আয়োজন করে প্রশাসন।

Advertisement

জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘জেলার সব মহকুমা শাসক এবং ব্লকের আধিকারিকদের বৈঠক-সভা করে সচেতনতা প্রচার করতে বলা হয়েছে। জেলায় প্রকাশ্যে ধূমপান করলে শাস্তির মুখে পড়তে হবে, এটা প্রথমে সবাইকে জানাতে হবে। তারপরে অভিযান হবে।’’

প্রতি মাসে ধূমপায়ীদের সংখ্যা জেলায় বাড়ছে বলে প্রশাসনের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার সঙ্গে তামাক বিরোধী আইনও কঠোর ভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত হয়েছে জেলায়। নাবালকদের সিগারেট বিক্রি করলেও কঠোর শাস্তি পেতে হবে বলে দাবি করা হয়েছে। পুলিশ-সাধারণ প্রশাসন উভয়ই অভিযানে সামিল হবে। পুলিশ-সিভিল ডিফেন্স সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দিয়েও নজরদারি এবং সচেতনতা চালানোর কাজ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement