উদ্ধার হওয়া রেড পান্ডা এবং চিতাবাঘের চামড়া। — নিজস্ব চিত্র।
স্কুল ব্যাগে করে ভিন্দেশে পাচার করা হচ্ছিল রেড পান্ডা এবং চিতাবাঘের চামড়া। তবে তার আগেই পুলিশের জালে পড়ল দুষ্কৃতীরা। বুধবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবা এলাকায়। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা অভিযান চালান। মাটিগাড়ার কাছে তাঁরা ওঁত পেতে বসেছিলেন। আচমকা তাঁরা নেপালের নম্বর প্লেট লাগানো একটি বাইক দেখতে পান। ওই বাইকে তিন জন ছিলেন। তাঁদের কাছে তিনটি স্কুল ব্যাগ ছিল। বাইকটির পিছু ধাওয়া করেন বনকর্মীরা। শেষে শিলিগুড়ির পিডব্লিউডি মোড়ের কাছে বাইকটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ থেকে উদ্ধার করা হয় দু’টি রেড পান্ডার চামড়া এবং একটি চিতাবাঘের চামড়া। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, ওই চামড়াগুলি নেপাল থেকে ভুটানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃতদের নাম চন্দ্রপ্রসাদ চামজিং, গোবিন্দ সুনবা লিম্বু এবং ইকপু শেরপা। তাঁরা সকলেই নেপালের বাসিন্দা। এর পিছনে আরও বড কোনও চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।