ব্রাজিলের বিদায়ে হতাশ শিলিগুড়ি

খুব চটে গিয়েছেন শিলিগুড়ির মাটিগাড়া থানার ওসি দীপাঞ্জন দাস! ‘‘ওটা তো পরিষ্কার হ্যান্ডবল। অথচ রেফারি দেখলই না!’’ তাঁর মতো রাগ এখন শিলিগু়ড়ির অনেকেরই। কেউ কেউ আবার ভেঙে পড়েছেন। ভোর ভোর ওঠার তাগিদটাও পাচ্ছেন না আর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:৩৭
Share:

খুব চটে গিয়েছেন শিলিগুড়ির মাটিগাড়া থানার ওসি দীপাঞ্জন দাস! ‘‘ওটা তো পরিষ্কার হ্যান্ডবল। অথচ রেফারি দেখলই না!’’

Advertisement

তাঁর মতো রাগ এখন শিলিগু়ড়ির অনেকেরই। কেউ কেউ আবার ভেঙে পড়েছেন। ভোর ভোর ওঠার তাগিদটাও পাচ্ছেন না আর।

কোপায় ব্রাজিল হেরে গিয়েছে যে। আমেরিকা থেকে কয়েক হাজার মাইল দূরের শিলিগুড়িও তাই মনমরা। যাঁরা দীপাঞ্জনবাবুর মতো ব্রাজিলের সমর্থক, তাঁরা তো মুষড়ে পড়েছেনই। যাঁরা আর্জেন্তিনার দিকে, তাঁরাও কিছুটা উৎসাহ হারিয়েছেন।

Advertisement

তেমনই এক সমর্থক শিলিগুড়ির চম্পাসারির একটি স্কুলের অধ্যক্ষ মনোজ চক্রবর্তী। বললেন, ‘‘কোপাকে বাঁচিয়ে রাখতেই ব্রাজিলের পরের রাউন্ডে যাওয়া উচিত ছিল। কী আর করা যাবে!’’

পেরুর মারিও রুইদিয়াজের গোল নিয়ে বিপুল বিতর্ক রয়েছে। দীপাঞ্জনবাবুর মতো অন্ধ ব্রাজিলভক্তদের দাবি, স্পষ্ট দেখা গিয়েছে, বল হাতে লেগেছিল। অন্য দলের সমর্থকদের কেউ কেউ এ সব শুনে ছোট্ট টিপ্পনি কাটতেও ছাড়ছেন না। তাতেই আড্ডায় হাওয়া গরম। তর্ক-বিতর্কে ঝড় বইছে। ঠিক যেন ইস্টবেঙ্গল-মোহনবাগান যুদ্ধ।

পেলের দেশ ছিটকে যাওয়ায় শিলিগুড়ি সব থেকে বেশি ‘মিস’ করতে চলেছে দুরন্ত স্কিল। অন্তত ব্রাজিলভক্তরা তেমনই বলছেন। সবুজ-হলুদের শিল্প আর দেখা যাবে না এ বারের কোপায়— এটাই তাঁদের কাছে সব থেকে বড় ধাক্কা। কোপা নিয়েও সংশয়ে ভুগছেন অনেকে। একেই ইউরোর ঝলকানিতে ক্রমে ফিকে হয়ে যাচ্ছে কোপা। ব্রাজিল-আর্জেন্তিনার কিছু সমর্থক শুধু মাটি কামড়ে পড়ে ছিলেন। বাকিরা তো রাত জেগে ইউরোয় মজে যাচ্ছেন। এই অবস্থায় ব্রাজিলের বিদায় কোপাকে আরও পিছনের সারিতে পাঠিয়ে দেবে। মনোজবাবুর সুরেই শহরের পরিচিত ক্রিকেট খেলোয়াড় তথা ব্যবসায়ী বিজয়প্রতাপ যাদব বললেন, ‘‘ইউরোর গতি এমনিতেই কোপাকে পিছনের আসনে ঠেলে দিচ্ছে। তার উপরে ব্রাজিল ছিটকে গেলে আর কী থাকে একটা প্রতিযোগিতায়!’’

শিলিগুড়ির প্রাক্তন ফুটবলার কবি সরকার এখন কোচ। খেলোয়াড় জীবনে লাতিন আমেরিকান ফুটবল শৈলি তাঁর খুব পছন্দের ছিল। তিনিও হতাশ। তবে তাঁর মতে, ‘‘এ বারের ব্রাজিল দলে ধারাবাহিকতার অভাব রয়েছে। সেটা প্রথম ম্যাচেই ভাল মতো বোঝা গিয়েছে।’’

দ্বিতীয় ম্যাচটা যদি বাদ দেওয়া যায়, তা হলে দেখা যাবে, গোটা টুর্নামেন্টেই ব্রাজিল ছিল নড়বড়ে। তাঁর মতে, এই রাউন্ডে ব্রাজিল টিকে গেলেও পরের রাউন্ডে সমস্যায় পড়ত। পেশায় বিমা কর্মী প্রলয় দেব আবার হতাশ নেইমারের অনুপস্থিতিতে। ‘‘তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি যখন একই সঙ্গে দেশের হয়ে উজ্জ্বল ভূমিকা নিচ্ছেন, সেখানে নেইমারের অনুপস্থিতি দেশকে দুর্বল করে দিয়েছে,’’ বলছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement