Siliguri

Rain in siliguri: ৪ ঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি, জল ঢুকেছে ঘরের মধ্যেও

অশোকনগর, শক্তিগড়, ডাবগ্রাম, নতুনপাড়া, সাউথ কলোনি, কলেজপাড়া, জলপাই মোড়-সহ শহরের একাধিক এলাকা জলমগ্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ০১:৫৮
Share:

জলমগ্ন একাধিক এলাকা। নিজস্ব চিত্র।

মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহরের একাধিক এলাকা। ঘণ্টা চারেকের ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের উঁচু থেকে নিচু এলাকা। অশোকনগর, শক্তিগড়, ডাবগ্রাম, নতুনপাড়া, সাউথ কলোনি, কলেজপাড়া, জলপাই মোড়-সহ শহরের একাধিক এলাকা জলমগ্ন।

Advertisement

টানা বৃষ্টিতে অশোকনগর, শক্তিগড় এলাকায় রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। এর ফলে ব্যাহত হয় যান চলাচল। ওই সব এলাকায় বেশ কিছু বাড়ির মধ্যেও জল ঢুকে গিয়েছে। এলাকার মানুষ আসবাবপত্র বিছানার উপর তুলে দিয়ে রাত কাটাচ্ছেন।

সমস্যায় সাধারণ মানুষ। নিজস্ব চিত্র।

আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী, মঙ্গলবার চার ঘণ্টায় ২০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে শহরে। সে কারণে শহরের উঁচু ও নিচু সব এলাকাতেই জল জমেছে। নদী সংলগ্ন এলাকাগুলোর অবস্থা আরও কঠিন। পুর প্রশাসন জলমগ্ন এলাকাগুলো থেকে দ্রুত জল বার করায় উদ্যোগী হয়েছে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement