শিলিগুড়িতে শহিদ দিবস পালনের অনুষ্ঠানে শঙ্কর মালাকার। —নিজস্ব চিত্র।
২১ জুলাই উপলক্ষে রাজ্যের নানান জায়গা থেকে মানুষ যোগ দিচ্ছেন তৃণমূলের কলকাতার সমাবেশে। তার মাঝেই দেখা দিল প্রশ্ন— কংগ্রেস ছেড়ে কি এ বার তৃণমূলে চললেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার?
প্রশ্নের সূত্রপাত মঙ্গলবার সকালবেলায়। বেশ কিছু চ্যানেলে সকাল থেকে এমন খবর দেখানোর পর যথেষ্ট অস্বস্তিতে পড়ে কংগ্রেস। তার জবাবে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে বিতর্কের জবাব দিলেন শঙ্কর মালাকার। জানালেন, “আমি কংগ্রেসে আছি, কংগ্রেসেই থাকব!”
মঙ্গলবার সকালে শহিদ দিবস পালনের পর সাড়ে ১১টার সময় শিলিগুড়িতে কংগ্রেসের জেলা সদর দফতর বিধান ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন শঙ্করবাবু। তাঁর সঙ্গে ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুনীল তিরকে, জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জীবন মজুমদার। বৈঠকে সাফ জানালেন শঙ্করবাবু, যা রটেছে, তা গুজবের বেশি আর কিছুই নয়!
শঙ্করবাবু বলেন, “আমার সঙ্গে যোগাযোগ না করেই আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। এর পিছনে তৃণমূলের ষড়যন্ত্র কাজ করছে। সামনেই শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট, তাতে কংগ্রেসের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এমন খবর রটাচ্ছে তৃণমূল!”