নেতার বিরুদ্ধে গোপন জবানবন্দি তৃণমূল কর্মীর

প্রকাশ্যেই টিএমসিপি-র জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিংহের বিরুদ্ধে তাঁকে জখম করার অভিযোগ তুললেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী শুভঙ্কর মিশ্র৷ তাঁর অভিযোগ, তাঁকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার সময় অভিজিৎ পেছন দিক থেকে হাত ধরে রেখেছিল৷ এ দিন জলপাইগুড়ি আদালতে গোপন জবানবন্দীও দেন শুভঙ্কর৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৭
Share:

প্রকাশ্যেই টিএমসিপি-র জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিংহের বিরুদ্ধে তাঁকে জখম করার অভিযোগ তুললেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী শুভঙ্কর মিশ্র৷ তাঁর অভিযোগ, তাঁকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার সময় অভিজিৎ পেছন দিক থেকে হাত ধরে রেখেছিল৷ এ দিন জলপাইগুড়ি আদালতে গোপন জবানবন্দীও দেন শুভঙ্কর৷

Advertisement

২০ জানুয়ারি জলপাইগুড়ি জেলার কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়৷ কিন্তু ওই নির্বাচনকে ঘিরে তার অনেক আগে থেকেই টিএমসিপি-র অন্দরে সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ সিংহ ও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে কোন্দল শুরু হয়৷ যার জেরে গত ৩ জানুয়ারি কদমতলা এলাকার কাছে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন শুভঙ্কর৷ বেশ কিছুদিন শিলিগুড়ির একটি নার্সিংহোম ভর্তি ছিলেন তিনি৷

এ দিন সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে শুভঙ্কর অভিযোগ করেন, তার স্ত্রী যাদের নামে এফআইআর করেছেন কিংবা পরবর্তীতে পুলিশের কাছে যে নতুন তিনটি নাম তিনি সংযোজন করেছেন তারা প্রত্যেকেই সে দিন তাঁর ওপর হামলায় ছিল৷ তার অভিযোগ, “নার্সিংহোমে এক আত্মীয়কে দেখে বাড়ি ফেরার সময় প্রথমে আমার পথ আটকানো হয়৷ তারপর প্রথম কোপ মারার পর সেখানে একটি গাড়িতে করে উপস্থিত হন অভিজিৎ সিংহ৷ দ্বিতীয় কোপটি মারার আগে অভিজিৎ নিজেই আমার হাত পেছন দিকে থেকে ধরে রাখে৷” এরপর তাকে রড দিয়ে মাথাতেও মারা হয় বলে অভিযোগ শুভঙ্করের৷ তার কথায়, “একের পর এক কোপ মারের পর আমি ওখানে পড়ে যাই৷ ঠিক তখন ওদের কেউ বলতে থাকে, ‘ও মরে গেছে। চল৷”

Advertisement

এ দিনই জলপাইগুড়ি আদালতে গোপন জবানবন্দী দেন শুভঙ্কর৷ তার পাশাপাশি এ দিন ওই ঘটনা নিয়ে গোপন জবানবন্দী দেন জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের জিএস দেবজিৎ সরকারও৷ তবে তার বিরুদ্ধে শুভঙ্করের তোলা অভিযোগকে এ দিন অবশ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিজিৎ৷ তার অভিযোগ, “আমরাও চাই শুভঙ্করের ওপর হামলার ঘটনায় দোষীরা শাস্তি পাক৷ কিন্তু তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের কথাতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে সে৷” যার উত্তরে সৈকত আবার বলেন, “আমি দলীয় অনুশাসন অনুযায়ী দলের কারও বিরুদ্ধে কোন মন্তব্যও করবো না৷ তবে এটুকু বলছি আমার কাছে ওর এই অভিযোগের কোন গুরুত্ব নেই৷”

জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি শুভাশিস চাকী বলেন, ‘‘এ দিন শুভঙ্কর ও দেবজিৎ আদালতের কাছে গোপন জবানবন্দী দিয়েছেন৷ ঘটনার তদন্ত চলছে৷’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement