দোকানের চাল কেটে চুরি, আতঙ্ক শহরে

দোকানের টিনের চাল কেটে চুরি হয়ে গেল বহু টাকার সামগ্রী। রবিবার রাতে শিলিগুড়ির খালপাড়ার বিবেকানন্দ রোড এলাকার ঘটনা। এর আগে গত কয়েক মাসে এই নিয়ে চারটি দোকানে একই কায়দায় চুরি হওয়ায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। এলাকায় নিয়মিত পুলিশ ভ্যানের টহলদারি চলে। তা সত্বেও কীভাবে চুরি হল তা নিয়ে প্রশ্ন উঠছে। চারটি চুরির ঘটনা ঘটলেও মাত্র একটি ক্ষেত্রেই চোর ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৩:০১
Share:

চালের এই অংশ কেটেই দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে। নিজস্ব চিত্র।

দোকানের টিনের চাল কেটে চুরি হয়ে গেল বহু টাকার সামগ্রী। রবিবার রাতে শিলিগুড়ির খালপাড়ার বিবেকানন্দ রোড এলাকার ঘটনা।

Advertisement

এর আগে গত কয়েক মাসে এই নিয়ে চারটি দোকানে একই কায়দায় চুরি হওয়ায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। এলাকায় নিয়মিত পুলিশ ভ্যানের টহলদারি চলে। তা সত্বেও কীভাবে চুরি হল তা নিয়ে প্রশ্ন উঠছে। চারটি চুরির ঘটনা ঘটলেও মাত্র একটি ক্ষেত্রেই চোর ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ফলে ভবিষ্যতে ফের চুরি হতে পারে আশঙ্কায় কড়া পুলিশি পদক্ষেপ দাবি করা হয়েছে।

ডাকাতির ঘটনার অভিযোগ জানিয়ে শিলিগুড়ি থানার খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক আদিত্য গুপ্ত। শিলিগুড়ি পুলিশের এডিসিপি পূর্ব মৃণাল মজুমদার বলেন, ‘‘অভিযোগ হয়েছে। তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’ এর পিছনে কোনও চক্রের হাত রয়েছে বলেও পুলিশ মনে করছে। একই কায়দায় চুরির চক্রটিকে ধরতে বিশেষ দলকে নজর রাখার নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এলাকার একটি ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্জয় টিব্রুয়াল দাবি করেন, ‘‘পুলিশকে আরও সজাগ হতে হবে। ব্যবসায়ীরা যাতে নিরাপত্তার অভাব বোধ না করেন তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করতে পারলে মানুষের আস্থা হারিয়ে ফেলবে পুলিশ। এ বিষয়ে দাবি জানিয়ে ব্যবসায়ীরা শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মার কাছে স্মারকলিপিও দেবেন বলে জানানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতের কোনও এক সময়ে টিনের চালের একটি অংশ চৌকো করে কেটে ভিতরে ঢুকে জিনিসপত্র ও কিছু টাকা নিয়ে যায়। দোকানটি একটি হরেক মালের পাইকারি বিক্রির দোকান। মালিক আদিত্যবাবু জানিয়েছেন, রাতে কেউ থাকে না। রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে তাঁরা চলে গিয়েছিলেন রোজকার মত। সকালে এসে দেখেন সিলিং কাটা, তছনছ করে ছড়ানো জিনিসপত্র। তারপরেই পুলিশে খবর দেন। আশপাশের ব্যবসায়ীরাও ঘটনায় আতঙ্কিত বলে জানিয়েছেন। ওই রোডেরই অপর এক পাইকারি ব্যবসায়ী, একটি হার্ডওয়্যারের দোকানের মালিকরা জানান, এর আগে আলুপট্টি এলাকায় দুটি দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে। তাতে কাউকে ধরতে পারেনি পুলিশ। মাসখানেক আগেই ওই রাস্তাতেই জায়সবাল অ্যান্ড সন্স নামের একটি দোকানেও চুরি হয়। সেক্ষেত্রে কিছু সামগ্রী-সহ চোর ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই কাউকে ধরা সম্ভব হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement