Jalpaiguri

সোনাখালিতে আলুর ক্ষেতে ১২ ফুটের অজগর!

প্রাথমিক ভাবে বন কর্মীদের অনুমান, পাশের সোনাখালি জঙ্গল থেকে আংরাভাষা নদী হয়ে গ্রামে চলে এসেছিল অজগরটি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৯:৫৬
Share:

অজগর উদ্ধার করলেন বনকর্মীরা। —নিজস্ব চিত্র

চাষের জমিতে প্রায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির সোনাখালি এলাকায়। শুক্রবার বিকেলে গ্রামবাসীরা খবর দিলে বনকর্মীরা এসে সাপটিকে ধরে জঙ্গলে ছেড়ে দেন। তবে এ ভাবে লোকালয়ে অজগর চলে আসায় আতঙ্কিত এলাকাবাসী।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে আলুর ক্ষেতে সাপটিকে দেখতে পান এলাকাবাসী। তার পরেই ওই এলাকায় হইচই পড়ে যায়। সাপ দেখতে ছুটে আসেন অনেকেই। বন দফতরে খবর পাঠানো হলে সোনাখালি বিটের অফিসাররা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে বস্তাবন্দি করে নিয়ে যান। সন্ধ্যার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেন তাঁরা। প্রাথমিক ভাবে বন কর্মীদের অনুমান, পাশের সোনাখালি জঙ্গল থেকে আংরাভাষা নদী হয়ে গ্রামে চলে এসেছিল অজগরটি।

প্রসঙ্গত, অন্যান্য বছরের তুলনায় এ বছর লোকালয়ে সাপের উপদ্রব অনেকটাই বেশি। এর আগেও ধূপগুড়ি ব্লকের একাধিক জায়গায় লোকালয়ে খাবারের খোঁজে ঢুকে পড়া অজগর উদ্ধার হয়েছে। ধূপগুড়ির শহরেও বেড়েছে সাপের উপদ্রব। সর্পপ্রেমীদের একাংশের মতে, জঙ্গলে খাবার কমে যাওয়া এবং কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে লোকালয়ে ঢুকে পড়ছে সরীসৃপরা।

Advertisement

আরও পড়ুন: ঘরে ঢুকতেই ‘মৃত্যু’র মুখে! নাগরাকাটায় ফের লোকালয়ে কিং কোবরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement