Murshidabad

৫০ হাজার নিষিদ্ধ ইয়েবা ট্যাবলেট উদ্ধার, মুর্শিদাবাদে গ্রেফতার নদিয়ার ২

পাটের আড়ালে ছিল নিষিদ্ধ ইয়েবা। দু'জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুর্শিদাবাদ শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১৪:০৯
Share:

রঘুনাথগঞ্জ থানার পুলিশ উদ্ধার করল ৫০ হাজার নিষিদ্ধ ইয়েবা ট্যাবলেট। নিজস্ব চিত্র।

রঘুনাথগঞ্জ থেকে উদ্ধার ৫০ হাজার নিষিদ্ধ ইয়েবা ট্যাবলেট।

Advertisement

ফের বড় সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে একটি পাট বোঝাই ছোট ম্যাটাডোর আটকায়। সেই পাটের আড়ালেই ছিল নিষিদ্ধ ইয়েবা। দু'জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

শুক্রবার, জঙ্গিপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে জানান, জঙ্গিপুর জেলা পুলিশের অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৫০ হাজার নিষিদ্ধ ইয়েবা ট্যাবলেট উদ্ধার করেছে। যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম বাপ্পা ঘোষ ও তপন বিশ্বাস। দুজনেরই বাড়ি নদিয়া জেলায়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট এসেছে এবং অভিযুক্তরা কোচবিহার থেকে নিয়ে আসছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement