প্রসেনজিতের আশা

শিলিগুড়িতে ফ্লিমসিটি তৈরি নিয়ে ফের আশা প্রকাশ করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁর নতুন ছবি ‘প্রাক্তন’-এর মুক্তির দিন সকাল থেকে বিকেল অবধি প্রসেনজিৎ কাটালেন শিলিগুড়িতে।

Advertisement

বিশ্বরূপ বসাক

শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০৩:০৯
Share:

শিলিগুড়িতে ফ্লিমসিটি তৈরি নিয়ে ফের আশা প্রকাশ করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁর নতুন ছবি ‘প্রাক্তন’-এর মুক্তির দিন সকাল থেকে বিকেল অবধি প্রসেনজিৎ কাটালেন শিলিগুড়িতে। ‘এসএমপিএআই’ নামের একটি মডেলিং এবং পারফর্মিং আর্টসের সংস্থার শিলিগুড়ি শাখার উদ্বোধন করলেন। প্রসেনজিৎ জানান, উত্তরবঙ্গে পাহাড়, জঙ্গল, নদী, চা বাগান, কী নেই! সব মিলিয়ে পযর্টন এবং সিনেমা শিল্পের একটা প্যাকেজ। তেমন কাজও হচ্ছে। কিন্তু ফিল্ম সিটির উদ্যোগ একবার ওঠেও থমকে গিয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে, আগামী দিনে সবাই মিলে উদ্যোগী হলে শিলিগুড়িতে ফিল্ম সিটি হবে। প্রসেনজিতের কথায়, ‘‘জমি চিহ্নিত হয়েছিল। সে বার গ্লোবাল বিডে একমাত্র আমার সংস্থার অংশ নিয়েছিল। কিন্তু আর কেউ না আসায় তা ফলপ্রসূ হয়নি। আগামীতে নিশ্চয়ই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement