শপথগ্রহণ অনুষ্ঠানে প্রশান্ত মিত্র। ছবি: অমিত মোহান্ত।
বিরোধী শূন্য গঙ্গারামপুর পুরবোর্ডের ক্ষমতা আনুষ্ঠানিক ভাবে দখল করল তৃণমূল। বৃহস্পতিবার বদ্ধ ঘরে শপথ গ্রহণের মাধ্যমে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান পদে বসেন প্রশান্ত মিত্র। একে একে ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার সহ তৃণমূলের ১৮ জন কাউন্সিলর শপথ বাক্য পাঠ করেন। জেলাশাসকের নির্দেশে সাংবাদিকদের ঘর থেকে বের করে দিয়ে চলে ওই শপথগ্রহণ পর্বের অনুষ্ঠান। এ নিয়ে বৈদ্যুতিন একাংশ প্রতিনিধির ক্ষোভের কথা শুনে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানের দাদা তথা তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, ‘‘এতে আমার কোনও হাত নেই। জেলাশাসকের নির্দেশ আমরা অমান্য করতে পারি না।’’ পরে জেলাশাসক তাপস চৌধুরী বলেন, ‘‘ঘরে প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছিল। তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শপথ গ্রহণের ছবি পেতে সাংবাদিকদের কোনও সমস্যা হবে না। আমাদের থেকে তারা নিতে পারবেন।’’
গঙ্গারামপুরে বিরোধী শূন্য পুরবোর্ডে বিরোধী সিপিএমের প্রাক্তন পুরপ্রধান সহ কাউকে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তবে পাশের জেলার বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উত্তর দিনাজপুরের জেলা সভাপতি অমল আচার্য, পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী থেকে এ জেলার সাংসদ অর্পিতা ঘোষ সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ছিলেন। মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণবাবু বলেন, ‘‘মানুষের পাশে থেকে কাজ করতে হবে।’’