বদল: মালদহের গাজলে কংগ্রেসের যোগদান কর্মসূচি। রবিবার। নিজস্ব চিত্র।
কোথাও প্রশিক্ষণ শিবির, কোথাও আবার চলছে যোগদান সভা কিংবা সম্মেলন। রবিবার, তাপমাত্রার মতো ডান-বাম শিবিরের কর্মসূচিকে ঘিরে ‘গরম’ মালদহ। এ দিন সকাল থেকেই রাজনৈতিক দলগুলির কর্মসূচি শুরু হয়। পঞ্চায়েত ভোট ঘোষণার আগে সব শিবিরের তৎপরতা নিয়েও জেলায় চর্চা শুরু হয়েছে।
তাপপ্রবাহ চলছে জেলায়, দাবি কৃষি দফতরের আবহাওয়া বিভাগের। ওই বিভাগের কর্তাদের দাবি, এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। এমনই আবহাওয়া আরও সপ্তাহখানেক ধরে জেলায় চলবে। এ দিন সকালে ইংরেজবাজার শহরের সুকান্ত মোড়ে বিজেপির ‘চায়ে পে-চর্চা’ কর্মসূচিতে যোগ দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সাংসদ দিলীপ ঘোষ। দলীয় কর্মীদের পাশাপাশি পথচলতি মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। সেই সঙ্গে রাজ্যের একাধিক বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, “পঞ্চায়েত ভোটে বিজেপি কোথাও, কারও সঙ্গে সমঝোতা করবে না। বিজেপি একাই লড়াই করবে।” এ দিনই জেলায় তপসিলি মোর্চার কর্মসূচিতে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পরে, দুপুরে দলীয় কার্যালয়ে নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন তিনি।
রাজনৈতিক কর্মসূচিতে কংগ্রেসও পিছিয়ে নেয়। এ দিন গাজলের রাজারামচকে কংগ্রেসের যোগদান সভা হয়। সভায় বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলার সাধারণ সম্পদক হাবিবুর রহমান কংগ্রেসে যোগদান করেন, দাবি নেতৃত্বের। মালদহের কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, “তৃণমূলের গাজলের একাধিক অঞ্চল নেতৃত্ব কংগ্রেসে যোগদান করেছেন। জেলা জুড়েই যোগদান পর্ব চলছে। রমজান মাসের পরে আরও কর্মসূচি নেওয়া হবে।”
তৃণমূলও এ দিন জেলায় পুরোহিতদের নিয়ে সম্মেলন করে। পুরাতন মালদহের তাঁতিপাড়ায় তৃণমূলের পুরোহিত সম্মেলন হয়। সে সম্মেলনে তৃণমূলের জেলার নেতৃত্বরা হাজির ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “কংগ্রেসের যোগদান কর্মসূচিতে মানুষ হচ্ছে না। আর বিজেপির সঙ্গে মানুষ নেই। তাই তাদের কর্মসূচি নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’’