বিহার বাংলা সীমানা এলাকার পাঞ্জিপাড়ার এক বাড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জাল মদ ও মদ তৈরির সামগ্রী আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা মদ ও সামগ্রীর দাম প্রায় ৬০ লক্ষ টাকা। বুধবার সন্ধ্যায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ফাঁড়ির অরবিন্দপল্লিতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা নাগাদ পাঞ্জিপাড়ার অরবিন্দপল্লির বাসিন্দা চন্দন সাহার বাড়ি ও তাদের একটি বিউটি পার্লারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর মদের খালি বোতল, বোতলের ঢাকনা, কাঁচা স্পিরিট ও বোতলজাত করা জাল মদ উদ্ধার হয়. তবে অভিযুক্ত চন্দন সাহা পলাতক। বিউটি পার্লারটি বন্ধ করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠৌর বলেন, ‘‘অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’
পুলিশ জানিয়েছে, বিহার সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোতল, বোতলের ঢাকনা, বিভিন্ন নামী কোম্পানির লেবেল আনত দুষ্কৃতীরা। পুলিশের সন্দেহ, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘির ডালখোলা এলাকায় জাল মদ তৈরির বেশ কিছু চক্র রয়েছে। এর আগেও গোয়ালপোখর, ডালখোলা, কানকি ফাঁড়ির পুলিশ ওই জালমদ তৈরির কারখানার হদিশ পেয়েছিল। এর পিছনের চক্রের খোঁজ করছে পুলিশ।