প্রতীকী ছবি।
মোর্চা সভাপতি গুরুঙ্গের ঘনিষ্ঠ বলে পরিচিত রোহিত থাপার বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
সোমবার রোহিতকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি, ডুয়ার্স ও পাহাড়ের বিভিন্ন জায়গায় একাধিক হামলা এবং নাশকতার তথ্যও রয়েছে রোহিতের কাছে। সেগুলি জানার জন্যই তাঁকে হেফাজতে চেয়েছে পুলিশ। এ দিন সোমবার আলিপুরদুয়ার আদালতে মোর্চার আরও তিন নেতাকে তুলেছিল পুলিশ। তাঁদেরও হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, ‘‘রোহিত সহ চার জনকেই চার দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’’
ধৃতদের বিরুদ্ধে জয়গাঁ সহ নানা এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ রয়েছে। গত ৩০ জুলাই জয়গাঁয় পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের সংঘর্ষ বাধে। রোহিতের নেতৃত্বে সেই হামলা হয়েছিল বলে পুলিশের দাবি।
গত ২৯ অগস্ট নবান্নের বৈঠকে যোগ দিয়েছিলেন রোহিত। বিনয় তামাঙ্গের সঙ্গেই তিনি কলকাতা থেকে ফেরেন। রবিবার জয়গাঁ পৌঁছতেই পুলিশ রোহিতকে গ্রেফতার করে। পুলিশের দাবি, রোহিতকে জয়গাঁর ঘটনার পর থেকেই পুলিশ খুঁজছিল। যদিও রোহিতের দাবি, তিনি নির্দোষ। এ দিন আদালতে রোহিত বলেন, ‘‘আমাকে ফাঁসানো হয়েছে। কোনও অপরাধমূলক কাজের সঙ্গে আমি জড়িত নই।’’