এ বার মিছিল বাগডোগরায়

People walked in procession for Gorkhaland in Bagdograশনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ গোসাইপুর থেকে মিছিল শুরু হয়ে বাগডোগরা শহরের এ মাথা থেকে ও মাথা ঘোরে। গত শুক্রবার শিলিগুড়ির মিছিলে গিটার, মাদল বাজিয়ে গান থেকে স্লোগান, কবিতা এক হয়ে গিয়েছিল। বাগডোগরার মিছিলেও কেউ গাইলেন রবীন্দ্রসঙ্গীত কেউ বা আবৃত্তি করতে করতে মিছিলে এগোলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০৩:৩৪
Share:

পথে: বাগডোগরায় পৃথক গোর্খাল্যান্ডের দাবির বিরুদ্ধে মিছিলে বাসিন্দারা। ছবি: বিশ্বরূপ বসাক

শিলিগুড়ির পরে এ বার বাগডোগরা! রাজ্যভাগের বিরুদ্ধে বার্তা দিয়ে মিছিলে হাঁটলেন হাজার হাজার বাসিন্দা।

Advertisement

শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ গোসাইপুর থেকে মিছিল শুরু হয়ে বাগডোগরা শহরের এ মাথা থেকে ও মাথা ঘোরে। গত শুক্রবার শিলিগুড়ির মিছিলে গিটার, মাদল বাজিয়ে গান থেকে স্লোগান, কবিতা এক হয়ে গিয়েছিল। বাগডোগরার মিছিলেও কেউ গাইলেন রবীন্দ্রসঙ্গীত কেউ বা আবৃত্তি করতে করতে মিছিলে এগোলেন। গত সপ্তাহে রবিবার এবং শুক্রবার দু’টি মিছিলে শিলিগুড়িতে রাজ্যভাগের বিরুদ্ধে স্লোগান ওঠে।

বামেরা অবশ্য দুই মিছিলকেই শাসকদলের আয়োজন, জাতি বিদ্বেষী বলে কটাক্ষ করেছে। তবে আগামী ৩ জুলাই বামেদের তরফে আরও একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে শিলিগুড়িতে। সূত্রের খবর, শহরে দুই মিছিলের ‘ভিড়’ দেখে চাপ বাড়তে থাকে বামেদের ওপর। তারপরেই মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আগের দু’টি মিছিল শুরু হয়েছিল বাঘাযতীন পার্ক থেকে। বামেদের মিছিলও সেখান থেকেই শুরু হবে।

Advertisement

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূল সরকারি ক্ষমতা খাটিয়ে শুক্রবারের মিছিলে লোক বাড়িয়েছিল। সে মিছিলে জাতি বিদ্বেষী স্লোগানও উঠেছিল। বলা যেতে পারে, আমাদের মিছিল এর প্রতিবাদেও।’’

বামেদের তরফে অবশ্য প্রথমে জানানো হয়েছিল তাঁদের একটি পরিষদীয় দল দার্জিলিং যাবে। পরে সে সিদ্ধান্ত বদলে মিছিল হবে বলে স্থির হয়েছে। বামেদের দাবি, স্বরাষ্ট্র দফতর থেকে দার্জিলিং যাওয়ার বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করার আর্জি জানানোতেই সিদ্ধান্ত বদল হয়েছে। মিছিল থেকে সরে থাকায় শহরে ভুল বার্তা যাচ্ছে বলে বাম কাউন্সিলরদের অনেকেও জানান। তাই মিছিলের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সাংসদ মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীও মিছিলে থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement