অবরোধ: পথ দুর্ঘটনার পর গাজোলে স্থানীয় মানুষদের বিক্ষোভ।। নিজস্ব চিত্র
সপরিবার মোটরবাইকে চেপে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন জাকির হোসেন। আচমকা উল্টো দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর স্ত্রী রুমেলা বিবি (৩৬) ও ছেলে রিয়াজ আলির (১৫)। তাঁকে ও তাঁদের বছর পাঁচেকের মেয়ে নাগমা খাতুনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগ, তার পরেই মাত্র দেড়শো মিটার এগিয়ে লরিটি এক সাইকেল আরোহী সামিম আখতারকে (২৩) ধাক্কা মারে। ঘটনাস্থলে তাঁরও মৃত্যু হয়। বুধবার রাতে দু’টি ঘটনাই ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার বাবলা গ্রামে। পুলিশ জানিয়েছে, মোটরবাইক আরোহীদের কারও মাথাতেই হেলমেট ছিল না। এ দিকে, এ দিনই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মোথাবাড়ি রাজ্য সড়কেরই গীতা মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় গীতা মণ্ডল (৩৮) নামে এক বাসিন্দার। তিনি বাগান থেকে জ্বালানি সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন।
মোথাবাড়ি রাজ্য সড়কে মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে পৃথক পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী। বুধবার রাতের ঘটনায় চালক ও সহকারী চালক পালালেও লরি আটক করে ভাঙচুর চালান গ্রামবাসী। পুলিশ লরিটি উদ্ধার করেছে। বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সড়কের মসৃণ অংশে লাগামছাড়া গতিতে যান চলাচল করায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘গ্রামবাসীর দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করব।’’
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টা ৪০ মিনিট নাগাদ মোথাবাড়ির টিটাহি পাড়া থেকে আত্মীয়ের অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাচ্ছিলেন পেশায় শ্রমিক সরবরাহকারী জাকির। স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে মোটর বাইকে বসিয়ে চালাচ্ছিলেন তিনি। কারও মাথাতেই হেলমেট ছিল না বলে পুলিশের সন্দেহ। সেই সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দিক থেকে মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনায় মৃত তাঁদের ছেলে রিয়াজ দশম শ্রেণির ছাত্র। জাকির ও নাগমাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার প্রায় দেড়শো মিটারের মধ্যে লরিটি ধাক্কা মারে মোথাবাড়ির দক্ষিণ মুন্সিটোলা গ্রামের বাসিন্দা সামিমের সাইকেলে। তিনি কম্পিউটারের কাজ করতেন। অভিযোগ, লরির চালক মোথাবাড়ির মেহেরাপুরে রাস্তার ধারে এক চায়ের দোকানে ধাক্কা মেরে ইংরেজবাজারের সাদুল্লাপুরের দিকে পালায়। সেখানেই লরিটিকে আটক করেন গ্রামবাসী।
পুলিশ ও বাসিন্দাদের প্রাথমিক অনুমান, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, ওই দিন বিকেলে গীতার মৃত্যুর দুর্ঘটনায় পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের যানজট এড়াতে অনেক পণ্যবাহী লরি বিকল্প রাস্তা হিসেবে মোথাবাড়ির রাজ্য সড়ক ব্যবহার করে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে অভিযোগ, রাতে বেপরোয়া হয়ে ওঠে পণ্যবাহী লরি।