পথে: ময়নাগুড়িতে প্রতিবাদে মহিলারা। নিজস্ব চিত্র
তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিরাট প্রতিবাদ মিছিল করলেন নির্যাতিতার গ্রামের বাসিন্দারাও।
অপরাধীর ফাঁসি চেয়ে শনিবার ওই মিছিলে স্লোগান তোলেন তাঁরা। গ্রামের সাধারণ মহিলারাই ছিলেন মিছিলের পুরোভাগে। মিছিলে নেতৃত্ব দেওয়া ওই নির্যাতিতার গ্রামের পঞ্চায়েত সদস্যা বলেন, ‘‘এমন অপরাধ করতে মানুষ যাতে ভয় পায় সে জন্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পুলিশকে।’’ এ দিন ওই মিছিলে হেলাপাকড়ির নাগরিক মঞ্চেরও কয়েকজন সদস্যকেও দেখা গিয়েছে। শুক্রবার তাঁরাও মিছিল করেন। মঞ্চের এক সদস্য শ্যামল রায় বলেন, ‘‘আমরা নিশ্চিত ধর্ষণ ও খুনের ঘটনায় আরও অনেকে জড়িত। পুলিশ তাদের খুঁজুক।’’
এ দিন মিছিলের আগে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিএমের জলপাইগুড়ি জেলার মহিলা সমিতির সদস্যারা। তাঁদের অন্যতম রিনা সরকার বলেন, ‘‘সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে এ ধরনের অপরাধ আরও হবে।’’ জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্ডুপ শেরপা বলেন, ‘‘ওই যুবক চ্যাংরাবান্ধা হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশ তৎপরতা দেখানোয় পালাতে পারেনি। ওই যুবক পুলিশকে যা যা বলছে তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।’’