করোনা যুদ্ধের মধ্যেই নতুন আতঙ্ক
Malaria

এবার থাবা ম্যালেরিয়া ও ডেঙ্গির

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি বছরে ইতিমধ্যেই জেলায় ডেঙ্গিতে ১৯ জন ও ম্যালেরিয়ায় ১৪ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

পার্থ চক্রবর্তী

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০৫:৩৩
Share:

প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হইচইয়ের মাঝেই আলিপুরদুয়ারে ধীরে ধীরে থাবা বসাতে শুরু করল ডেঙ্গি ও ম্যালেরিয়া।

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি বছরে ইতিমধ্যেই জেলায় ডেঙ্গিতে ১৯ জন ও ম্যালেরিয়ায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। মশাবাহিত এই দুই রোগ প্রতিরোধে স্বাস্থ্য দফতর এ বছর বেশ কিছু আগাম পদক্ষেপের কথা ঘোষণা করলেও, করোনা পরিস্থিতির জেরে তা শুরুই করা যায়নি বলে অভিযোগ। যা নিয়ে ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। জেলার স্বাস্থ্য কর্তাদের অবশ্য দাবি, ডেঙ্গি-ম্যালেরিয়া মোকাবিলায় সব ধরনের ব্যবস্থাই নেওয়া হচ্ছে।

ডেঙ্গি ও ম্যালেরিয়া-প্রবণ জেলা বলেই পরিচিত আলিপুরদুয়ার। প্রতি বছরই মশাবাহিত এই দুই রোগে জেলায় অনেক মানুষ আক্রান্ত হন। যার ব্যতিক্রম হয়নি গত বছরও। গত বছর জেলায় প্রায় তিন হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন বলে অভিযোগ। এর মধ্যে শুধুমাত্র জয়গাঁতেই ডেঙ্গিতে আক্রান্ত হন আড়াই হাজারের বেশ মানুষ। সরকারি হিসাবে মৃত্যু হয় চারজনের। বেসরকারি মতে অবশ্য সেই সংখ্যাটা আরও বেশি ছিল। ডেঙ্গির তুলনায় সংখ্যাটা বেশ কম হলেও গত বছর আলিপুরদুয়ার জেলায় অনেকেই ম্যালেরিয়ায় আক্রান্ত হন।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত বছর ব্যাপক হারে ডেঙ্গি ছড়িয়ে পড়ার পর জয়গাঁয় সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা দিবস পালন শুরু করে প্রশাসন ও স্বাস্থ্য দফতর। তাতে করেই ভুটান সীমান্ত লাগোয়া ছোট্ট ওই জায়গাটিতে ডেঙ্গি রোখা সম্ভব হয় বলে স্বাস্থ্য দফতরের কর্তারা দাবি করেন। এই অবস্থায় নতুন করে ডেঙ্গি-ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আগে গতবারে জয়গাঁর মতো এবছর জেলার সর্বত্র সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা দিবস পালনের সিদ্ধান্ত নেন আলিপুরদুয়ারের স্বাস্থ্য কর্তারা।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ১ এপ্রিল থেকে জেলা জুড়ে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হইচইয়ের জেরে সেই পরিকল্পনা এই মুহূর্তে কার্যত বিশ বাঁও জলে চলে গিয়েছে। আর সেই সুযোগে জেলায় ফের ডেঙ্গি-ম্যালেরিয়া ধীরে ধীরে থাবা বসাতে শুরু করে দিয়েছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি বছরে এখনও পর্যন্ত আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গিতে ১৯ জন ও ম্যালেরিয়াতে ১৪ জন আক্রান্ত। তবে জয়গাঁ কিংবা জেলার অন্য কোনও এলাকায় এবছর এখনও পর্যন্ত একসঙ্গে অনেক মানুষের এই দুই রোগে আক্রান্ত হওয়ার খবর নেই। আলিপুরদুয়ারের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘ডেঙ্গি-ম্যালেরিয়া মোকাবিলায় স্বাস্থ্য দফতর যথেষ্ট সতর্ক রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement