সুকান্ত মজুমদার এবং উদয়ন গুহ।
পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হলে বর্তমান বিজেপি তা চুপ করে বসে দেখবে না। পুরসভার নির্বাচনের সময়কার বিজেপির সঙ্গে বর্তমান বিজেপির অনেক ফারাক আছে। তা কিছু দিন আগে কোচবিহারেই বুঝিয়ে দেওয়া হয়েছে। শিলিগুড়িতে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হুঁশিয়ারির সুরে বালুরঘাটের সাংসদ বলেন, ‘‘দুধ দিলে ক্ষীর পাবে। কিন্তু অন্য কিছু দিতে এলে উপযুক্ত পরিণাম পাবে।’’ সুকান্তের এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে শাসক দল। ‘কোচবিহার দাওয়াই’ কী, তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের পাল্টা তোপ, ‘‘তৃণমূলের কোনও কর্মীকে ‘দাওয়াই’ দেওয়ার চেষ্টা হলে শরীরে বিছুটিপাতা দেওয়া হবে।’’
রবিবার শিলিগুড়ির সেবক রোডে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন সুকান্ত। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘পুরসভা নির্বাচনের সময়কার বিজেপি এখন আর নেই। কিছুদিন আগে কোচবিহারে বুঝিয়ে দিয়েছি। দুধ দিলে ক্ষীর পাবে, কিন্তু অন্য কিছু দিতে হলে উপযুক্ত পরিণাম পাবে।’’
সুকান্তের এই মন্তব্যের জবাব দিয়েছেন উদয়নও। কোচবিহারে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে কী বোঝাতে চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘শীতলখুচিতে গুলি চালানো হয়েছিল, আমার হাত ভেঙে দেওয়া হয়েছিল, সেটাই কি কোচবিহার দাওয়াই?’’ হুঁশিয়ারি দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, ‘‘তৃণমূলের কোনও কর্মীকে দাওয়াই দেওয়ার চেষ্টা হলে দেহে এমন বিছুটিপাতা দেওয়া হবে যাতে বাইরে কাউকে দেখাতে পারবেন না।’’