তৃণমূল বিরোধী জোট

পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বী, বিধানসভায় পাশাপাশি! জোটের সৌজন্যেই ছবির এই বদল দেখছে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত। দেখছে, যে দুই বধূ পঞ্চায়েত ভোটে একে অপরের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন তাঁরাই আজ পাশাপাশি দাঁড়িয়ে দেওয়াল লিখছেন। ওই পঞ্চায়েতের উদয়পুর সংসদে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন বেবি সরকার।

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০১:২৯
Share:

—নিজস্ব চিত্র।

পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বী, বিধানসভায় পাশাপাশি! জোটের সৌজন্যেই ছবির এই বদল দেখছে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত। দেখছে, যে দুই বধূ পঞ্চায়েত ভোটে একে অপরের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন তাঁরাই আজ পাশাপাশি দাঁড়িয়ে দেওয়াল লিখছেন। ওই পঞ্চায়েতের উদয়পুর সংসদে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন বেবি সরকার। অন্যদিকে, বেবিদেবীর বিরুদ্ধে সিপিএমের হয়ে প্রার্থী হয়েছিলেন তাঁরই প্রতিবেশী মুন্না পোদ্দার। নির্বাচনে বেবিদেবীর কাছে ৩৪ ভোটে পরাজিত হন মুন্নাদেবী। রাজনীতির বিরোধ মিটিয়ে বুধবার একইসঙ্গে দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামলেন তাঁরা। তাঁদের ডাকে কংগ্রেস ও সিপিএমের ৫০ জনেরও বেশি মহিলা কর্মী দলীয় পতাকা নিয়ে একসঙ্গে এলাকায় মিছিল করে কংগ্রেস প্রার্থীর সমর্থনে এলাকায় দেওয়ালও দখল করলেন। এখনও তো কংগ্রেস ও সিপিএমের তরফে আনুষ্ঠানিকভাবে জোট করার কথা ঘোষণা করা হয়নি, তাহলে কেন তাঁরা দলীয় পতাকা নিয়ে একসঙ্গে মিছিল করে কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল দখল করলেন? তাঁদের উত্তর, কংগ্রেস ও সিপিএম আনুষ্ঠানিকভাবে জোটের কথা ঘোষণা না করলেও নিচুতলার মানুষের মধ্যে তৃণমূল বিরোধী ধর্মনিরপেক্ষ জোট হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement