crime

খাদ্য সরবরাহ দফতরে অ্যাসিড হামলা, ধৃত এক

ওই ঘটনায় জখম খাদ্য দফতরের কোচবিহার জেলা আধিকারিক দাওয়া লামা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৬
Share:

এখানেই হয় অ্যাসিড হামলা। নিজস্ব চিত্র

তখন অফিস চলছিল। আচমকাই একজন ঢুকে পড়েন খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকের ঘরে। হাতে একটি বোতল ছিল। তার মুখ খুলে আধিকারিকের দিকে ছুড়ে দেন তিনি। বৃহস্পতিবার কোচবিহারে এ ভাবেই ঘটল অ্যাসিড হামলা। ওই ঘটনায় জখম খাদ্য দফতরের কোচবিহার জেলা আধিকারিক দাওয়া লামা। অ্যাসিড তাঁর মুখের একটি অংশে লাগে। তিনি সরে যাওয়ায় বাকি অ্যাসিড মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলেন অফিসের কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অশোককুমার বনশল। হরিয়ানার হিসার জেলায় ওই ব্যক্তির বাড়ি। কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি এক সময় ডিলার ছিলেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক এই ঘটনার বিষয়ে কিছু বলতে চাননি।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ১৯৮৫ সালে অভিযুক্ত বিন্নাগুড়ি সেনাছাউনি এলাকার রেশন ডিলার ছিলেন। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তা নিয়ে খাদ্য সরবরাহ দফতর ব্যবস্থা নেয়। ওই সময় জলপাইগুড়ি জেলার সাব ফুড কন্ট্রোলার ছিলেন দাওয়া লামা। খাদ্য সরবরাহ দফতরের বিরুদ্ধে মামলা
করেন অশোককুমার বনশল। কিন্তু সেই মামলায় তিনি হেরে যান। পরে তিনি হরিয়ানায় ফিরে যান। সেখানেও তিনি একটি মামলা দায়ের করেন। তাতেও তিনি হেরে যান।
খাদ্য সরবরাহ দফতরের কর্মীরা জানান, প্রবীণ ওই ব্যক্তিকে দেখে কারও কোনও সন্দেহ হয়নি। অফিসের ভিতরে ঢুকে দাওয়া লামার অফিসঘর কোনটি, তা জানতে চান তিনি। সূত্রের খবর, অফিসঘরে ঢুকে যান তিনি অফিসারকে জিগ্যেস করেন, তিনিই দাওয়া লামা কি না। উত্তর মিলতেই হাতের আড়ালে থাকা অ্যাসিডের বোতলের মুখ খুলে ছুড়ে মারেন। বোতল খুলতে দেখে সন্দেহ হয় খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকের। তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন। অভিযুক্ত বোতল ছুড়লে হাত দিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। অ্যাসিডের কিছু অংশ তাঁর মুখে লাগে। এই অবস্থার মধ্যেই আশপাশের কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলেন। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। খাদ্য সরবরাহ দফতরের অন্য এক সাবডিভিশনাল আধিকারিক বলেন, “অফিসের মধ্যেই আমরা ছিলাম। এমন ঘটনা ঘটবে, ভাবতেই পারিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।” এমন ঘটনায় অফিসে আতঙ্ক তৈরি হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement