ভুটান পাহাড়ে পরিদর্শনে পর্যটনমন্ত্রী গৌতম দেব। শুক্রবার নারায়ণ দে-র তোলা ছবি।
আলিপুরদুয়ার জেলায় নতুন পর্যটন সার্কিট গড়বে রাজ্য পর্যটন দফতর। ঐতিহাসিক বক্সা দুর্গে যাওয়ার জন্য তৈরী করা হবে রোপওয়ে। শুক্রবার আলিপুরদুয়ারের একাধিক এলাকা ঘুরে দেখে এ কথা জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। আলিপুরদুয়ার জেলায় জয়ন্তী ও বক্সা পাহাড় পর্যটকদের কাছে পরিচিত থাকলেও তার সঙ্গে ভুটানঘাট ও পিপিংঝোরা এলাকাও পর্যটকদের জন্য খুলে দিতে চান মন্ত্রী। গৌতমবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বক্সা দূর্গ ঘিরে পর্যটনের জন্য সাড়ে চার কোটি টাকা মঞ্জুর করেছেন।’’
বৃহস্পতিবার থেকেই মন্ত্রী উত্তরের সম্ভাব্য পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখছেন। এ দিন তিনি জানান, গরুমারার উপর পর্যটকদের ব্যাপক চাপ। তাই বিকল্প হিসেবে হাতিপোতা সংলগ্ন নদী ও জঙ্গল ঘিরে পর্যটনের পরিল্পনা তৈরি করা হচ্ছে। বক্সা পাহাড় নিয়ে পরিকল্পনা বন দফতরের সঙ্গে আলোচনা করেই করা হবে। পর্যটনের জন্য অর্থ কোনও বাধা হবে না। তিনি জানান, আগামী ১৬ অগস্ট মুখ্যমন্ত্রীর সঙ্গেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। মন্ত্রীর আশ্বাস, পুজোর আগেই মাদারিহাটে লাইট অ্যান্ড সাউন্ড তৈরি করা হবে। শালকুমার হাট এলাকাতেই পর্যটন কেন্দ্র তৈরি হবে। চা বাগানকে ঘিরেও পর্যটনের বিকাশ ঘটানো হবে, যাতে এলাকা গুলির আর্থসামাজিক বিকাশ ঘটবে। ১৫ অগস্ট বক্সা পাহাড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে পর্যটন মন্ত্রীর সেখানে যাওয়ার কথা।