পাহাড়ে এ বার ‘সেলফি পয়েন্ট’

পাহাড়ের ১১টি বাছাই জায়গায় ‘সেলফি পয়েন্ট’ তৈরি করাচ্ছেন জিটিএ-এর তত্ত্বাবধায়ক চেয়ারম্যান। তিনি বলেন, ‘‘যেখানেই যাই, সকলে বলেন ‘আই লাইক দার্জিলিং’। পর্যটকদের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁরাও একই কথা বলেন। আমি চাই সকলে বলুন, ‘আই লাভ দার্জিলিং’। সে জন্য ওই স্লোগান লিখে পাহাড়ের নানা জায়গায় ‘সেলফি পয়েন্ট তৈরি করাচ্ছি।’’

Advertisement

কিশোর সাহা

শিলিগুড়ি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০৫:০৭
Share:

ফাইল চিত্র।

দেশ-বিদেশের পর্যটকদের অনেকের পছন্দের তালিকায় দার্জিলিং প্রথম সারিতেই থাকে। অনেকেই বারবার আসেন এই পাহাড়ে। কিন্তু, বিনয় তামাংরা চাইছেন, পছন্দের চেয়েও এক ধাপ এগিয়ে সেই পর্যটকেরা যেন দার্জিলিংকে ভালবাসেন। আর সেটা বোঝাতে যেন ‘আই লাভ দার্জিলিং’ লেখা জায়গায় দাঁড়িয়ে ছবিও তোলেন।

Advertisement

তাই পাহাড়ের ১১টি বাছাই জায়গায় ‘সেলফি পয়েন্ট’ তৈরি করাচ্ছেন জিটিএ-এর তত্ত্বাবধায়ক চেয়ারম্যান। তিনি বলেন, ‘‘যেখানেই যাই, সকলে বলেন ‘আই লাইক দার্জিলিং’। পর্যটকদের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁরাও একই কথা বলেন। আমি চাই সকলে বলুন, ‘আই লাভ দার্জিলিং’। সে জন্য ওই স্লোগান লিখে পাহাড়ের নানা জায়গায় ‘সেলফি পয়েন্ট তৈরি করাচ্ছি।’’

জিটিএ সূত্রের খবর, ইতিমধ্যেই কয়েক হাজার স্টিকার ছাপিয়েছেন বিনয়। তা নানা জায়গায় সেঁটেছেন। নিজের গাড়িতেও সেঁটে ঘুরছেন। ইংল্যান্ড ও আমেরিকায় বসবাসকারী দার্জিলিংয়ের বাসিন্দাদের কাছে ওই স্টিকার পাঠিয়েছেন তিনি। জিটিএর অন্য পদাদিকারীদের গাড়িতেও স্টিকার সাঁটানো হয়েছে।

Advertisement

জিটিএ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙের বাতাসিয়া লুপ, ম্যালের অদূরে, শ্রাবেরি নাইটেঙ্গল পার্ক, হ্যাপি ভ্যালি চা বাগান, টাইগার হিলে ওই ‘সেলফি পয়েন্ট’ হচ্ছে। কালিম্পঙের লাভা, লোলেগাঁও, রিশপ, কার্শিয়াঙের ডাউহিল, রেল স্টেশন, মিরিক লেক ও লাগোয়া পার্কেও ‘সেলফি পয়েন্ট’ তৈরি হচ্ছে।

দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটের কিউরেটর চন্দ্রনাথ দাস প্রায় দু-দশক ধরে দার্জিলিংয়ের বাসিন্দা। পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের একাংশ বেড়ানোর স্মৃতি ধরে রাখতে অনেক সময়ে ঝুঁকি নিয়ে নিজস্বী তোলেন। তিনি বলেন, ‘‘লন্ডনের টাওয়ার ব্রিজ, ফ্লোরিডার ডিজনিল্যান্ড বা আমাদের দেশের কচ্ছের রন, সব জায়গাতেই এমন জায়গা রয়েছে। দার্জিলিংয়ে হলে তা ভালই হবে। কারণ, এখন বেড়াতে গেলেই লোকজন নিজস্বী তোলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement