Neha Kakkar

তালিকায় নাম নেহা কক্করের

গত বৃহস্পতিবার কলকাতার আশুতোষ কলেজে স্নাতক স্তরের ইংরেজি প্রথম বর্ষের মেধাতালিকায় নাম ছিল সানি লিওনির। ঘটনা জানাজানি হতে সানি শুক্রবার টুইট করে লিখেছিলেন-- পরের সিমেস্টারে তিনি পড়তে আসছেন।

Advertisement

মানিকচক

নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০৬:০৮
Share:

নেহা কক্কর! -ফাইল চিত্র

সানি লিওনির পরে নেহা কক্কর! মালদহের মানিকচক কলেজের স্নাতক স্তরের প্রথম বর্ষের মেধাতালিকার (জেনারেল) শীর্ষে রয়েছেন বলিউডের ওই সঙ্গীতশিল্পী। শুধু তাই নয়, ইংরেজি ও এডুকেশন অনার্সের মেধাতালিকাতেও নাম রয়েছে নেহার। কলেজের ওয়েবসাইটে নেহার নাম থাকা ওই মেধাতালিকা প্রকাশিত হতেই শুরু হয় হইচই। শেষ পর্যন্ত অবশ্য চূড়ান্ত ভর্তির তালিকা থেকে ওই নাম বাদ দেওয়া হয়। ওই ঘটনায় মালদহ জেলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মানিকচক কলেজের অধ্যক্ষ অনিরুদ্ধ চক্রবর্তী।

Advertisement

গত বৃহস্পতিবার কলকাতার আশুতোষ কলেজে স্নাতক স্তরের ইংরেজি প্রথম বর্ষের মেধাতালিকায় নাম ছিল সানি লিওনির। ঘটনা জানাজানি হতে সানি শুক্রবার টুইট করে লিখেছিলেন-- পরের সিমেস্টারে তিনি পড়তে আসছেন। ওই ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মালদহের মানিকচক কলেজে ভর্তির মেধাতালিকা নাম উঠল নেহা কক্করের। ২৭ অগস্ট কলেজের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশিত হয়। তাতে প্রথম নামই ছিল নেহার। এ নিয়ে কলেজের অধ্যক্ষ বলেন, ‘‘কলকাতার একটি এজেন্সিকে দিয়ে আমাদের কলেজের ভর্তির মেধাতালিকা তৈরি করা হয়েছিল। তারা সেই তালিকা কলেজের ওয়েবসাইটে দেওয়ার পরেই নেহা কক্করের নাম আমাদের নজরে আসে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৫০০ নম্বর থাকায় কলা বিভাগে সেই নামটি সম্ভবত মেধাতালিকায় শীর্ষে চলে এসেছিল। ২৮ অগস্ট ভর্তির চূড়ান্ত তালিকা থেকে ওই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।’’ তাঁর দাবি, শিক্ষাকে কলুষিত করতে এমন কাজ করা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement