নির্বাচনী: ধূপগুড়িতে প্রচারে মেয়র অশোক ভট্টাচার্য। —নিজস্ব চিত্র।
পুরভোট এগিয়ে আসতেই উত্তেজনার পারদ বাড়ছে ধূপগুড়িতে। বৃহস্পতিবার রাতে বিজেপি সমর্থক এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল ধূপগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ায়। মারধর ও শ্লীলতাহানির বিরুদ্ধে শহরের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম বসাক সহ ৬ জনের নামে অভিযোগ জমা হয়েছে।
আক্রান্ত বিজেপি সমর্থক মহিলা শম্পা রায় অভিযোগ করে বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে এগারটা নাগাদ গৌতম বসাক সহ আরও কয়েকজন আমার বাড়িতে এসে ডেকে তুলে আমাকে ও আমার স্বামীকে মারধর শুরু করে।
আমার শাড়ি ধরে টানাটানি করে শাড়ি ছিড়ে শ্লীলতাহানি করে। আমাকে বাঁচাতে এলে আমার স্বামীকেও মারধর করা হয়। পরে, গভীর রাতে পাড়ার মহিলাদের নিয়ে গিয়ে থানায় অভিযোগ জানাই।’’
মহিলার স্বামী রবীন রায় অভিযোগ করে বলেন, “পাড়ায় থাকতে হলে তৃণমূল করতে হবে। নইলে পাড়াছাড়া করা হবে বলে হুমকি দেয়। উত্তরে আমি বলি, কোনও দল কারও বাবার না, আমার যে দল খুশি, সে দল করব। এই কথা শুনে গৌতম সহ সঙ্গে আসা লোকগুলি মারধর শুরু করে।’’
তবে, ঘটনার কথা অস্বীকার করে অভিযুক্ত গৌতম বসাক বলেন, “ভিত্তিহীন অভিযোগ। রাতে আমি ওখানে ছিলাম না। মারধর ও শ্লীলতাহানির কোনও ঘটনা ঘটেনি। যে সব ছেলেরা ওই এলাকায় প্রচারে গিয়েছিল তাঁরাই আমাকে ফোন করে বলেন, এলাকায় এক জনের সঙ্গে বচসা হচ্ছে। আমি তাঁদের এলাকা ছেড়ে চলে আসতে বলি ও পাশাপাশি পুলিশকে ফোন করে ঘটনা দেখতে বলি।”
পুলিশ জানায়, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।